নমস্কার বন্ধুগণ, আজকের এই পোস্টটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথমদের তালিকা দেওয়া রইলো। যেমন - প্রথম এভারেস্ট জয়ী কে? কে প্রথম ইংলিশ চ্যানেল পার করেন? ইত্যাদি।
Competitive Exam এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক।
বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম | ব্যাক্তির নাম |
---|---|
প্রথম এভারেস্ট জয়ী | তেনজিং নোরগে (নেপাল) ও এডমন্ড হিলারি (নিউজিল্যান্ড) |
প্রথম মহাকাশচারী | ইউরি গ্যাগারিন (রাশিয়া) |
প্রথম মহিলা মহাকাশচারী | ভ্যালেন্তিনা তেরেস্কোভা (রাশিয়া) |
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন | নীল আর্মস্ট্রং (মার্কিন যুক্তরাষ্ট্র) |
প্রথম উত্তর মেরু বিজয়ী | রবার্ট পিয়ারী |
প্রথম দক্ষিণ মেরু বিজয়ী | আমন্ডসন |
কৃত্রিম উপগ্রহ লঞ্চ করা প্রথম দেশ | সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) |
প্রথম ব্যাক্তি যিনি ইংলিশ চ্যানেল পার করেন | ম্যাথিউ ওয়েব (যুক্তরাজ্য) |
প্রথম মহিলা নোবেল বিজেতা | মেরি কুরি |
প্রথম এভারেষ্ট বিজয়িনী মহিলা | জুনকো তাবেই (জাপান) |
বিশ্বের প্রথম মহিলা যিনি দুই বার এভারেস্ট জয় করেন | সন্তোষ যাদব (ভারত) |
বিশ্বের প্রথম ব্যাক্তি যিনি দুই বার এভারেস্ট জয় করেন | নাওয়াং গম্বু |
অলিম্পিক স্বর্ণপদক জয়ী প্রথম নারী | শার্লট কুপার |
বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি | মারিয়া এস্তেলা পেরন (আর্জেন্টিনা) |
ইংলিশ চ্যানেল সাঁতারের পার হওয়া প্রথম মহিলা | গার্ট্রুড এডারলে (মার্কিন যুক্তরাষ্ট্র) |
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী | সিরিমাভো বন্দরনায়েকে (শ্রীলংকা) |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন