Breaking




রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম PDF List

বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রথম | First in many fields in the world

নমস্কার বন্ধুগণ, আজকের এই পোস্টটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথমদের তালিকা দেওয়া রইলো। যেমন - প্রথম এভারেস্ট জয়ী কে? কে প্রথম ইংলিশ চ্যানেল পার করেন? ইত্যাদি। 
Competitive Exam এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক।

বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের প্রথম ব্যাক্তির নাম
প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগে (নেপাল) ও এডমন্ড হিলারি (নিউজিল্যান্ড)
প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন (রাশিয়া)
প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা (রাশিয়া)
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং (মার্কিন যুক্তরাষ্ট্র)
প্রথম উত্তর মেরু বিজয়ী রবার্ট পিয়ারী
প্রথম দক্ষিণ মেরু বিজয়ী আমন্ডসন
কৃত্রিম উপগ্রহ লঞ্চ করা প্রথম দেশ সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া)
প্রথম ব্যাক্তি যিনি ইংলিশ চ্যানেল পার করেন ম্যাথিউ ওয়েব (যুক্তরাজ্য)
প্রথম মহিলা নোবেল বিজেতা মেরি কুরি
প্রথম এভারেষ্ট বিজয়িনী মহিলা জুনকো তাবেই (জাপান)
বিশ্বের প্রথম মহিলা যিনি দুই বার এভারেস্ট জয় করেন সন্তোষ যাদব (ভারত)
বিশ্বের প্রথম ব্যাক্তি যিনি দুই বার এভারেস্ট জয় করেন নাওয়াং গম্বু
অলিম্পিক স্বর্ণপদক জয়ী প্রথম নারী শার্লট কুপার
বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি মারিয়া এস্তেলা পেরন (আর্জেন্টিনা)
ইংলিশ চ্যানেল সাঁতারের পার হওয়া প্রথম মহিলা গার্ট্রুড এডারলে (মার্কিন যুক্তরাষ্ট্র)
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়েকে (শ্রীলংকা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন