জৈন তীর্থঙ্করদের প্রতীক
নমস্কার বন্ধুগণ, আজকের পোস্টটির বিষয় হল 24 জন জৈন তীর্থঙ্করদের প্রতীক কি ছিল। যেমন - প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভনাথ -এর প্রতীক কি ছিল? মহাবীর এর প্রতীক কি ছিল? WBP, SSC, PSC ইত্যাদি সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক।
নং | জৈন তীর্থঙ্করদের নাম | প্রতীক |
---|---|---|
1 | ঋষভনাথ | ষাঁড় |
2 | অজিতনাথ | হাতি |
3 | সম্ভবনাথ | ঘোড়া |
4 | অভিনন্দননাথ | বানর |
5 | সুমতিনাথ | বক |
6 | পদ্মপ্রভ | লাল পদ্ম |
7 | সুপার্শ্বনাথ | স্বস্তিকা |
8 | চন্দ্রপ্রভ | চাঁদ |
9 | সুবিধি বা পুষ্পদন্ত | কুমির |
10 | শীতলনাথ | কল্পবৃক্ষ |
11 | শ্রেয়াংসনাথ | গন্ডার |
12 | বাসুপুজ্য | মহিষ |
13 | বিমলনাথ | বন্য শূকর |
14 | অনন্তনাথ | বাজপাখি অথবা সজারু |
15 | ধর্মনাথ | বজ্রদন্ড |
16 | শান্তিনাথ | হরিন |
17 | কুন্থুনাথ | ছাগল |
18 | অরনাথ | মাছ |
19 | মল্লিনাথ | কলস |
20 | মুনিসুব্রতনাথ | কচ্ছপ |
21 | নমিনাথ | নীলপদ্ম |
22 | নেমিনাথ | শঙ্খ |
23 | পার্শ্বনাথ | সাপ |
24 | মহাবীর | সিংহ |
File Details:
File Name: জৈন তীর্থঙ্করদের প্রতীক .pdf
File Formet: PDF
Number Of Pages: 2
File Name: জৈন তীর্থঙ্করদের প্রতীক .pdf
File Formet: PDF
Number Of Pages: 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন