Biosphere Resarve in India | ভারতে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ
নমস্কার বন্ধুগণ, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ এর অবস্থান ও সালের তালিকাটি দেওয়া রইলো আজকের এই Post টিতে। WBP Constable, SI, KP, SSC GD, PSC WBCS Prelims ইত্যাদি সকল Competitive Exam এর জন্য আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত? পাঞ্চমারী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে? এই ধরনের প্রশ্ন সকল ধরণের প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। মনোযোগ সহকারে Post টি পড়ুন এবং PDF টি নিয়ে রাখুন।
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ এর তালিকা
বায়োস্ফিয়ার রিজার্ভ | অবস্থান | সাল |
---|---|---|
নীলগিরি | কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা | 1986 |
নন্দাদেবী | উত্তরাখন্ড | 1988 |
নকরেক | মেঘালয় | 1988 |
গল্ফ অফ মান্নার | তামিলনাড়ু | 1989 |
সুন্দরবন | পশ্চিমবঙ্গে | 1989 |
মানস | আসাম | 1989 |
গ্রেট নিকোবর | আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ | 1989 |
সিমলীপাল | ওড়িশা | 1994 |
দিহাং-দিবাং | অরুনাচল প্রদেশ | 1998 |
ডিব্রু -সিকাহ | আসাম | _ |
পাঞ্চমারী | মধ্যপ্রদেশ | 1999 |
কাঞ্চনজঙ্ঘা | সিকিম | 2000 |
অগাস্থামালাই | কেরালা, তামিলনাড়ু | 2001 |
আচনাকমার-অমরকন্টক | ছাত্তিশগড় | 2005 |
কচ্ছের রণ | গুজরাট | 2008 |
Cold Desert | হিমাচল প্রদেশ | 2009 |
শেশাচলম পাহাড় | অন্ধ্র প্রদেশ | 2010 |
পান্না | মধ্যপ্রদেশ | 2011 |
গুরুত্বপূর্ন প্রশ্ন
➤ কচ্ছের রণ বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত?
উঃ গুজরাট।
➤ সিমলীপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উঃ ওড়িশা।
File Details:
File Name: ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ এর তালিকা .pdf
File Formet: PDF
Number Of Pages: 2
File Name: ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ এর তালিকা .pdf
File Formet: PDF
Number Of Pages: 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন