50 History Questions Answers PDF || পর্ব - 9
নমস্কার বন্ধুগন, 9 নং পর্বের এই ইতিহাসের প্রশ্ন উত্তরের সেট টিতে ইতিহাসে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া রইল। WBP,KP, SSC, WBPSC ইত্যাদি সকাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ।
History Questions Answers Set - 9
১. কোন ব্রিটিশ গভর্নরের আমলে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ হয়েছিল ?
উঃ লর্ড হার্ডিঞ্জ
২. ১৯৪৯ সালে ‘Break Down Plan’ প্রস্তাব কে দিয়েছিলেন ?
উঃ লর্ড ওয়াভেল
৩. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ কুজুল কদফিসেস
৪. কালিদাসের ‘মালবিকাগ্নিমিত্রম’ - এর নায়ক কে ছিলেন ?
উঃ অগ্নিমিত্র
৫. ‘মহেন্দ্রাদিত্য’ উপাধি কে গ্রহণ করেন ?
উঃ কুমারগুপ্ত
৬. ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ মহম্মদ ঘোরী
৭. ‘শাহনামা’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ ফিরদৌসি
৮. ‘কিতাব-উল-ইয়ামনি’ গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ উটবি
৯. “তাবাকত-ই-নাসিরি” এর রচয়িতা কে ?
উঃ মিনহাজ-উল-সিরাজ
১০. কাকে ভারতের তোতাপাখি বলা হয় ?
উঃ আমির খসরুকে
১১. গিয়াসউদ্দিন তুঘলকের আসল নাম কী ?
উঃ গাজী মালিক
১২. জুনা খাঁ কার প্রকৃত নাম ছিল ?
উঃ মহম্মদ বিন তুঘলক
১৩. কোন শাসক প্রথম বেকারদের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেন ?
উঃ ফিরোজ শাহ তুঘলক
১৪. ‘ফতুহাত ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ ফিরোজ শাহ তুঘলক
১৫. ‘চিরাগ-ই-দিল্লি’ বা ‘দিল্লির আলো’ কাকে বলা হয় ?
উঃ শেখ নাসিরউদ্দিনকে
১৬. কার রাজসভায় ‘অষ্ঠদিগগজ’ নামে আটজন কবি ছিলেন ?
উঃ কৃষ্ণদেব রায়
১৭. ‘ইসান-ই-কামিল’ উপাধি কে ধারণ করেন ?
উঃ হুমায়ুন
১৮. ‘হুমায়ুন নামা’ কে রচনা করেন ?
উঃ গুলবদন বেগম
১৯. ‘নিয়মিত ডাক ব্যবস্থা’ কে চালু করেন ?
উঃ শেরশাহ
২০. ‘তারিখ-ই-শেরশাহি’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ আব্বাস খান সারওয়ানি
২১. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?
উঃ ১৫৭৬ সালের ১৮ জুন
২২. তানসেনের প্রকৃত নাম কী ?
উঃ রামতনু পন্ডিত
২৩. আকবর কাকে ‘দেওয়ান-ই-আসফর’ উপাধি দেন ?
উঃ টোডরমলকে
২৪. কে জিজিয়া কর বাতিল করেন ?
উঃ আকবর
২৫. পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন ?
উঃ জাহাঙ্গীর
২৬. মহম্মদ শাহের পূর্ব নাম কি ছিল ?
উঃ রোশন আকবর
২৭. অমৃতসরের চুক্তির (১৮০৯ সালে) সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ লর্ড মিন্টো
২৮. কোন শিখ গুরু ‘সাচ্চা বাদশা’ উপাধি ধারণ করেছিলেন ?
উঃ গুরু হরগোবিন্দ।
২৯. পুন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ শিবাজী ও ঔঙ্গজেবের মধ্যে ।
৩০. ‘তুঘলক নামা’ কে রচনা করেন ?
উঃ আমির খসরু।
৩১. শিবাজীর মাতার নাম কি ছিল ?
উঃ জীজাবাঈ।
৩২. শিবাজীর পিতার নাম কি ছিল ?
উঃ শাহজী ভোঁসলে।
৩৩. শিবাজীকে ‘রাজা’ উপাধি কে দিয়েছিলেন ?
উঃ ঔরঙ্গজেব।
৩৪. ঔরঙ্গজেব কবে মারা যান ?
উঃ ১৭০৭ খ্রিস্টাব্দে।
৩৫. মারাঠা রাজ শম্ভুজীকে কে হত্যা করেছিলেন ?
উঃ ঔরঙ্গজেব।
৩৬. ‘ডকট্রিন অফ ল্যাপস’ এর প্রবক্তা কে ?
উঃ লর্ড ডালহৌসি।
৩৭. কানপুরে কোন প্রভাবশালী ব্রিটিশ মহাবিদ্রোহকে দমন করেছিলেন ?
উঃ ক্যাম্পবেল ও হ্যাভলক।
৩৮. রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন ?
উঃ স্বামী বিবেকানন্দ (১৮৯৭ সালে)।
৩৯. ‘প্রবুগ্ধ ভারত’ নামে পত্রিকাটি কে প্রকাশনা করেন ?
উঃ স্বামী বিবেকানন্দ।
৪০. কে ধর্ম সভা চালু করেন ?
উঃ রাধাকান্ত দেব।
৪১. ভারতীয় সমাজ সেবকের প্রতিষ্ঠাতা কে ?
উঃ গোপালকৃষ্ণ গোখলে।
৪২. দেব সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উঃ শিব নারায়ন অগ্নিহোত্রী।
৪৩. আলীগড় মুভমেন্ট কে শুরু করেছিলেন ?
উঃ স্যার সৈয়দ আহমেদ খান।
৪৪. কার শাসনকালে ‘ডকট্রিন অফ ল্যাপস’ তুলে নেওয়া হয়েছিল ?
উঃ লর্ড ক্যানিং।
৪৫. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ?
উঃ ১৮৬১ সালে।
৪৬. নওজয়ান সভা কে প্রতিষ্ঠা করেন ?
উঃ ভগত সিং।
৪৭. কোন অ্যাক্টের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় ?
উঃ রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩।
৪৮. জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উঃ সরোজিনী নাইডু।
৪৯. সুধারক পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ গোপালকৃষ্ণ গোখলে।
৫০. ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ দাদাভাই নৌরোজী।
File Details:
File Name: History Questions Set 10.pdf
File Formet: PDF
Number Of Pages: 3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন