Breaking




বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

পদ্ম পুরস্কার 2024 | Padma Award | পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী তালিকা PDF

 পদ্ম পুরস্কার 2024 | Padma Award | পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী তালিকা PDF


নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে আমরা পদ্ম পুরস্কার 2024 সম্পর্কে আলোচনা করবো যেমন কাকে কাকে পুরস্কারটি প্রদান করা হবে, মোট কত জনকে এই পুরস্কারটি দেওয়া হবে, কোন ক্ষেত্রে দেওয়া হবে ইত্যাদি।

প্রতি বছর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন পদ্ম পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করেন আমাদের দেশের রাষ্ট্রপতি। এই বছর আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু - পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার কাকে কাকে প্রদান করা হবে সেটি ঘোষণা করলেন।

ভারতের মোট চারটি নাগরিক সন্মান রয়েছে -

     1. ভারতরত্ন (সর্বোচ্চ নাগরিক পুরস্কার)

      2. পদ্মবিভূষণ (দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার)

      3. পদ্মভূষণ (তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার)

      4. পদ্মশ্রী (চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান)

➤ মোট 132 জনকে এইবছর পদ্ম পুরস্কার প্রদান করা হবে তার মধ্যে - পদ্মবিভূষণ – 5 জনকে, পদ্মভূষণ – 17 জনকে ও পদ্মাশ্রী – 110 জনকে দেওয়া হবে।

➤ 5 জন পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের নাম, রাজ্য ও ক্ষেত্র নিচে দেওয়া রইলো - 


নাম রাজ্য ক্ষেত্র
1. বৈজয়ন্তীমালা বালি তামিলনাড়ু Art
2. কোনিদেলা চিরঞ্জীবী অন্ধ্রপ্রদেশ Art
3. এম. ভেঙ্কাইয়া নাইডু অন্ধ্রপ্রদেশ পাবলিক অ্যাফেয়ার্স 
4. বিন্দেশ্বর পাঠক (মরনোত্তর) বিহারসামাজিক কাজ 
5. পদ্মা সুব্রমণ্যম তামিলনাড়ু Art

 ➤ 17 জন পদ্মভূষণ পুরস্কার প্রাপকের তালিকা দেওয়া রইল - 

নাম রাজ্য ক্ষেত্র
1. ফাতিমা বিবি (মরনোত্তর) কেরালা পাবলিক অ্যাফেয়ার্স
2. হরমুসজি এন. কামা মহারাষ্ট্র সাহিত্য ও শিক্ষা 
3. মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গ Art
4. সীতারাম জিন্দাল কর্ণাটক বানিজ্য ও শিল্প 
5. সত্যব্রত মুখার্জি (মরনোত্তর) পশ্চিমবঙ্গ পাবলিক অ্যাফেয়ার্স
6. রাম নায়েক মহারাষ্ট্র পাবলিক অ্যাফেয়ার্স
7. ইয়ং লিউ তাইওয়ান (দেশ) বানিজ্য ও শিল্প
8. অশ্বিন বালাচাঁদ মেহতা মহারাষ্ট্র ঔষুধ
9. তেজাস মধুসূদন প্যাটেল গুজরাট ঔষুধ
10. ওলানচেরি রাজা গোপাল কেরালা পাবলিক অ্যাফেয়ার্স
11. কেরালা মহারাষ্ট্র Art
12. তোগদান রিনপোচে (মরনোত্তর) লাদাখ অধ্যাত্মবাদ
13. পেয়ারেলাল শর্মা  মহারাষ্ট্র শিল্প
14. চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর বিহার ঔষুধ
15. ঊষা উত্থুপ  পশ্চিমবঙ্গ Art
16. শ্রী বিজয়কান্ত (মরণোত্তর) তামিলনাড়ু Art
17. কুন্দন ব্যাস  মহারাষ্ট্র শিক্ষা ও সাহিত্য

➤ পশ্চিমবঙ্গ থেকে মোট 11 জন পদ্ম পুরস্কার পেয়েছেন (পদ্মভূষণ 3 জন ও পদ্মশ্রী 8 জন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন