Breaking




রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

বিভিন্ন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ - PDF তালিকা

 বিভিন্ন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ

নৃত্যের সাথে যুক্ত বাক্তিগ

নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে কে কোন নৃত্যে সাথে জড়িত/ নৃত্যের সাথে জড়িত ব্যক্তিগণের সম্পূর্ন তালিকা দেওয়া হল।

সকলের Competitive Exam এর জন্য গুরুত্বপূর্ন টপিক।


নির্বাচন কমিশনারদের নাম সময়কাল
ওড়িশি প্রিয়ংবদা মহান্তি, দেবপ্রসাদ দাস, মিনতি দাস, ধীরেন্দ্রনাথ পট্টনায়ক, সোনাল মান সিংহ, ইন্দ্রানী রহমান, কেলুচরণ মহাপাত্র, কে কালিচরণ পট্টনায়ক
কত্থক ভাতি গুপ্তা, দুর্গা দাস, উমা শর্মা, রামচন্দ্র গাঙ্গুলী, বির্জুমহারাজ, রামনারায়ণ মিশ্র, মানসী দে, আচান মহারাজ, বিষ্ণু শিরোদগর, শম্ভু মহারাজ, দয়ামন্তী যোশী, সিতারা দেবী 
ভারতনাট্যম রুক্মিণী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, সিভি চন্দ্রশেখর, মৃণালিনী সারাভাই, লীলা স্যামসন, অদ্যর্ক‌ লক্ষণ, বালা সরস্বতী, পদ্মা সুব্রহ্মণ্যম
কথাকলি ভারতী শিবাজী, রাম গোপাল, উদয় শংকর, আনন্দ শিবরামন, শান্তা রাও, পদ্মনাভন নাইয়ার, মাধবন
ছৌ নাচ চন্দ্রশেখর ভোঁজ
মনিপুরী সবিত মেহতা, নির্মল মেহতা, গুরু বিপিন সিংহ, রিতা দেবী, নয়না জারেভি
কুচিপুড়ি লক্ষীনারায়ণ শাস্ত্রী, যামিনী কৃষ্ণমূর্তি, রাধা রেড্ডি, তীর্থ নারায়ণ, বেদান্তম সত্যনারায়ণ, চিন্তা কৃষ্ণ মুরলী, রাজা রেড্ডি, সিদ্দেন্দ্র যোগী


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ রুক্মিণী দেবী কোন নৃত্যের সাথে যুক্ত?
উঃ ভারতনাট্যম।
➤ যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে জড়িত?
উঃ কুচিপুড়ি।

File Details:
File Name:  তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন