বিভিন্ন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ
নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে কে কোন নৃত্যে সাথে জড়িত/ নৃত্যের সাথে জড়িত ব্যক্তিগণের সম্পূর্ন তালিকা দেওয়া হল।
সকলের Competitive Exam এর জন্য গুরুত্বপূর্ন টপিক।
নির্বাচন কমিশনারদের নাম | সময়কাল |
---|---|
ওড়িশি | প্রিয়ংবদা মহান্তি, দেবপ্রসাদ দাস, মিনতি দাস, ধীরেন্দ্রনাথ পট্টনায়ক, সোনাল মান সিংহ, ইন্দ্রানী রহমান, কেলুচরণ মহাপাত্র, কে কালিচরণ পট্টনায়ক |
কত্থক | ভাতি গুপ্তা, দুর্গা দাস, উমা শর্মা, রামচন্দ্র গাঙ্গুলী, বির্জুমহারাজ, রামনারায়ণ মিশ্র, মানসী দে, আচান মহারাজ, বিষ্ণু শিরোদগর, শম্ভু মহারাজ, দয়ামন্তী যোশী, সিতারা দেবী |
ভারতনাট্যম | রুক্মিণী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, সিভি চন্দ্রশেখর, মৃণালিনী সারাভাই, লীলা স্যামসন, অদ্যর্ক লক্ষণ, বালা সরস্বতী, পদ্মা সুব্রহ্মণ্যম |
কথাকলি | ভারতী শিবাজী, রাম গোপাল, উদয় শংকর, আনন্দ শিবরামন, শান্তা রাও, পদ্মনাভন নাইয়ার, মাধবন |
ছৌ নাচ | চন্দ্রশেখর ভোঁজ |
মনিপুরী | সবিত মেহতা, নির্মল মেহতা, গুরু বিপিন সিংহ, রিতা দেবী, নয়না জারেভি |
কুচিপুড়ি | লক্ষীনারায়ণ শাস্ত্রী, যামিনী কৃষ্ণমূর্তি, রাধা রেড্ডি, তীর্থ নারায়ণ, বেদান্তম সত্যনারায়ণ, চিন্তা কৃষ্ণ মুরলী, রাজা রেড্ডি, সিদ্দেন্দ্র যোগী |
গুরুত্বপূর্ন প্রশ্ন
➤ রুক্মিণী দেবী কোন নৃত্যের সাথে যুক্ত?
উঃ ভারতনাট্যম।
➤ যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে জড়িত?
উঃ কুচিপুড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন