রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার 2023 তালিকা PDF | National Sport Award 2023
নমস্কার বন্ধুগন,
আজকের এই পোস্টটিতে রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার 2023 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। 2024 সালের 9 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার গুলি প্রদান করবেন।
রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার 2023
রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কারে যে সকল পুরস্কার প্রদান করা হয় -
1. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার
2. অর্জুন পুরস্কার
3. দ্রোণাচার্য পুরস্কার
4. ধ্যানচাঁদ পুরস্কার
5. মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি
💠 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার
➤ এটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান
➤ পূর্বে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, বর্তমানে নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়।
➤ নগদ পুরস্কার - 25 লক্ষ টাকা
➤ প্রথম বিজেতা হলেন বিশ্বনাথন আনন্দ দাবা খেলার জন্যে।
➤ 2023 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের 2 জন বিজেতা হলেন - চিরাগ শেট্টি, রাঙ্কিরেড্ডি স্বতিক সাইরাজ (ব্যাডমিন্টন)
💠 অর্জুন পুরস্কার 2023
➤ অর্জুন পুরস্কার হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার
➤ এই পুরস্কারটি প্রথম দেওয়া হয় – 1961 সালে
➤ নগদ টাকা 15 লাখ টাকা
➤ 2023 সালে মোট 26 জনকে এই পুরস্কার প্রদান করা হবে। সেই 26 জনের নাম ও কোন খেলার সাথে যুক্ত তার তালিকা দেওয়া হল
নাম | খেলা | |
---|---|---|
1 | অদিতি গোপীচাঁদ স্বামী | তীরন্দাজ |
2 | ওজস প্রধান দেওতালে | তীরন্দাজ |
3 | পারুল চৌধুরী | অ্যাথলেটিক্স |
4 | শ্রীশঙ্কর এম | অ্যাথলেটিক্স |
5 | মোহাম্মদ হোসামুদ্দিন | বক্সিং |
6 | মোহাম্মদ শামি | ক্রিকেট |
7 | আর. বৈশালী | দাবা |
8 | দিব্যকৃতি সিং | অশ্বারোহী |
9 | অনুশ আগারওয়াল | অশ্বারোহী |
10 | দীক্ষা ডাগর | গলফ |
11 | পখুরামবাম সুশীলা চানু | হকি |
12 | শ্রী কৃষ্ণান বাহাদুর পাঠক | হকি |
13 | রিতু নেগি | কাবাডি |
14 | শ্রী পবন কুমার | কাবাডি |
15 | পারবিন নাসরিন | খো-খো |
16 | মিসেস পিঙ্কি | লন বলার |
17 | এশা সিং | শুটিং |
18 | ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার | শুটিং |
19 | হরিন্দন পাল সিং সিন্ধু | স্কোয়াশ |
20 | আহিকা মুখার্জী | টেবিল টেনিস |
21 | অ্যান্টিম | কুস্তি |
22 | শ্রী সুনীল কুমার | কুস্তি |
23 | নওরেম রোশিবিন দেবী | উশু |
24 | শীতল দেবী | প্যারা আর্চারি |
25 | অজয় কুমার রেড্ডি | অন্ধ ক্রিকেট |
26 | প্রাচী যাদব | প্যারা ক্যানোইং |
💠 দ্রোণাচার্য পুরস্কার
➤ দ্রোণাচার্য পুরস্কার চালু হয় - 1985 সালে
➤ ক্রীড়াক্ষেত্রে অসামান্য প্রশিক্ষকদের দেওয়া হয়
➤ দুটো Category-তে দেওয়া হয় - 1. Regular Category (10 লক্ষ টাকা) 2. Lifetime Category (15 লক্ষ টাকা)
➤ Regular Category তে 5 জনকে 2023 সালে এই পুরস্কারটি প্রদান করা হবে -
1 শ্রী ললিত কুমার (রেসলিং)
2 শ্রী আর. বি. রমেশ (দাবা)
3 মহাবীর প্রসাদ সাইনি (প্যারা অ্যাথলেটিক্স)
4 শিবেন্দ্র সিং (হকি)
5 গনেশ প্রভাকর (মাল্লাখাম্ব)
➤ Lifetime Category তে 3 জনকে এই পুরস্কারটি প্রদান করা হবে
1 যশকিরাত সিং (গলফ)
2 ই. ভাস্করণ (কাবাডি)
3 জয়ন্ত কুমার পুশিলাল (টেবিল টেনিস)
💠 ধ্যানচাঁদ পুরস্কার
➤ চালু হয় - 2002 সালে
➤Cash Prize – 10 লক্ষ টাকা
➤ এই বছর 3 জনকে এই পুরস্কারটি প্রদান করা হবে
1 মাঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন)
2 বিনীত কুমার শর্মা (হকি)
3 কবিতা সেলভারাজ (কাবাডি)
👉🏻 মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি
➤ এই পুরস্কারটি প্রদান করা হবে Guru Nanak Dev University কে যেটি অমৃতসরে অবস্থিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন