Breaking




রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

ভারতের উপপ্রধানমন্ত্রীগণের তালিকা | List of Deputy Prime Ministers of India in Bengali

 ভারতের উপপ্রধানমন্ত্রীদের তালিকা | List of Deputy Prime Ministers of India

ভারতের উপপ্রধানমন্ত্রীগণের তালিকা

নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে ভারতের উপপ্রধানমন্ত্রীদের (Deputy Prime Ministers) এর তালিকাটি দেওয়া হল। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল এবং সর্বশেষ উপপ্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানী, এর পর উপপ্রধানমন্ত্রীর পদটি তুলে দেওয়া হয়। 1947 থেকে 2004 সাল পর্যন্ত মোট 7 জন উপপ্রধানমন্ত্রী ছিলেন।

সময় অপচয় না করে নিচে দেওয়া উপপ্রধানমন্ত্রীগণের তালিকাটি দেখে নিন


ভারতের উপপ্রধানমন্ত্রীদের তালিকা

উপপ্রধানমন্ত্রীর নাম সময়কাল
1 বল্লভভাই প্যাটেল 15 আগস্ট 1947 - 15 ডিসেম্বর 1950
2 মরারজি দেশাই 13 মার্চ 1967 - 16 জুলাই 1969
3 চৌধুরী চরণ সিং 24 জানুয়ারি 1979 - 16 জুলাই 1979
4 জগজীবন রাম 24 জানুয়ারি 1979 - 28 জুলাই 1979
5 যশবন্তরাও বলবন্তরাও চ্যাবন  28 জুলাই 1979 - 14 জানুয়ারি 1980
6 চৌধুরী দেবী লাল 2 ডিসেম্বর 1989 - 1 আগস্ট 1990 ও 10 নভেম্বর 1990 - 21 জুন 1991
7 লালকৃষ্ণ আদবানী 28 জুন 2022 - 22 মে 2004


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ বল্লভভাই প্যাটেল।
➤ ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ লালকৃষ্ণ আদবানী।

File Details:
File Name: ভারতের উপপ্রধানমন্ত্রীর তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন