Breaking




মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দল || Cricket World Cup Winner List (1975 to 2023)

 ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দল || Cricket World Cup Winner List in Bengali 

নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে 1975 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের বিজয়ী দল, রানার্স আপ দল ও আয়োজক দেশের নাম তালিকার মাধ্যমে তুলে ধরা হল।

যেহেতু এই সম্প্রতি বিশ্বকাপ 2023 ভারতে আয়োজিত হল তাই এই টপিকটি আগামী পরীক্ষা গুলির জন্যে খুবই গুরুত্বপূর্ন।

ভারত মোট 2বার World Cup জিতেছে এবং অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি মোট 6 বার Worldcup জিতেছে। বিশ্বকাপ 2023 এ রানার্স আপ টিম কোন দেশ ছিল? প্রথম বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? এই ধরনের সকল প্রশ্নের উত্তর এই পোষ্টটি থেকে পেয়ে যাবেন। আর সময় অপচয় না করে পোষ্টটি পড়ে নিন।

ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী দল(1975 - 2023)

সাল আয়োজক দেশ বিজয়ী দল রানার্স আপ দল
1975 ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
1979 ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড
1983 ইংল্যান্ড ভারত ওয়েস্ট ইন্ডিজ
1987 ভারত ও পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড
1992 অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পাকিস্তান ইংল্যান্ড
1996 ভারত ও পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া
1999 ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান
2003 দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ভারত
2007 ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা
2011 ভারত ও বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা
2015 অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
2019 ইংল্যান্ড ইংল্যান্ড নিউজিল্যান্ড
2023 ভারত অস্ট্রেলিয়া ভারত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন