Breaking




সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

ভারতের রাষ্ট্রপতিগণের তালিকা (1950 থেকে 2023) || List of Presidents of India in Bengali

 ভারতের রাষ্ট্রপতিগণের তালিকা (1950 থেকে 2023) || List of Presidents of India in Bengali

ভারতের রাষ্ট্রপতি

নমস্কার বন্ধুগন, রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ প্রশাসক। রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার জন্য নূন্যতম বয়স লাগে 35 বছর। কেন্দ্রীয় আইন সভা ও রাজ্য বিধানসভা সমূহের নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন। কার্যকালের মেয়াদ 5 বছর তবে পুনরায় নির্বাচিত হতে পারেন। ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন 5 লক্ষ টাকা।

এই পোস্টটিতে আমরা ভারতের রাষ্ট্রপতিগণের তালিকা আপনাদের সামনে তুলে ধরা হল। এই পোস্টে রাষ্ট্রপতির নাম সময়কাল ও রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রইলো বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ন।

ভারতের রাষ্ট্রপতিদের তালিকা


রাষ্ট্রপতির নাম সময়কাল
1 ডঃ রাজেন্দ্র প্রাসাদ 26 জানুয়ারি 1950-13 মে 1962
2 ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন 13 মে 1962-13 মে 1967
3 ডঃ জাকির হোসেন 13 মে 1967-03 মে 1969
4 ভি ভি গিরি (অস্থায়ী) 03 মে 1969 - 20 জুলাই 1969
5 বিচারপতি মোহাম্মদ হিদায়েতউল্লা (অস্থায়ী) 20 জুলাই 1969 - 24 আগস্ট 1969
6 ভি ভি গিরি 24 আগস্ট 1969 - 24 আগস্ট 1974
7 ফকরুদ্দিন আলী আহম্মদ 24 আগস্ট 1974 - 11 ফেব্রুয়ারি 1977
8 বি ডি জাত্তি (অস্থায়ী) 11 ফেব্রুয়ারি 1977 - 25 জুলাই 1977
9 নিলম সঞ্জীব রেড্ডি 25 জুলাই 1977 - 25 জুলাই 1982
10 জ্ঞানী জৈল সিং 25 জুলাই 1982 - 25 জুলাই 1987
11 ডঃ ভেঙ্কটরামন 25 জুলাই 1987 - 25 জুলাই 1992
12 শংকর দায়াল শর্মা 25 জুলাই 1992 - 25 জুলাই 1997
13 কে আর নারায়ণ 25 জুলাই 1997 - 25 জুলাই 2002
14 এ পি জে আব্দুল কালাম 25 জুলাই 2002 - 25 জুলাই 2007
15 প্রতিভা সিং পাটিল 25 জুলাই 2007 - 25 জুলাই 2012
16 প্রণব মুখার্জী 25 জুলাই 2012 - 25 জুলাই 2017
17 রামনাথ কোবিন্দ 25 জুলাই 2017 - 21 জুলাই 2022
18 দ্রৌপদি মুর্মু 21 জুলাই 2022 - বর্তমান


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ রাজেন্দ্র প্রসাদ।
➤ ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে?
উঃ ডঃ জাকির হোসেন।

File Details:
File Name: রাষ্ট্রপতির তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন