ভারতের বিভিন্ন নদীর উপনদী | Tributaries of various rivers in India
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে ভারতের বিভিন্ন নদীর গুরুত্বপূর্ন উপনদী গুলির নাম তালিকা রূপে দেওয়া রইলো। WBP Constable, Lady Constable, WBPSC, Food SI, SSC ইত্যাদি Competitive পরীক্ষায় এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন আসে - কোশী কোন নদীর উপনদী? নিম্নের কোনটি কৃষ্ণা নদীর উপনদী? ইত্যাদি।
নিচে সম্পূর্ন তালিকাটি দেওয়া রইলো
নদী | উপনদী |
---|---|
ভাগীরথী | দামোদর, অজয়, রূপনারায়ণ, ময়ূরাক্ষী |
গঙ্গা | যমুনা, কোশী, রামগঙ্গা |
যমুনা | হিন্দন, বেতোয়া, কেন |
গোদাবরী | মঞ্জিরা, ইন্দ্রবতী |
কৃষ্ণা | কয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা |
সুবর্ণরেখা | ডুলুং, খরকাই |
তিস্তা | রজনী, রঙ্গিত |
কাবেরী | হেমাবতী, ভবানী |
দামোদর | বরাকর, উশ্রি |
লুনি | খারি, বাঁদি |
ব্রহ্মপুত্র | তিস্তা, দিবং, জিয়া, মানস, |
সিন্ধু | ইরাবতী, বিপাশা, গিলগিট, চন্দ্রভাগা, শতদ্রু, শায়ক |
নর্মদা | বর্ণার, অমরাবতী |
মহানদী | ব্রহ্মণী, বৈতরনি |
গুরুত্বপূর্ন প্রশ্ন
➤ ময়ূরাক্ষী কোন নদীর উপনদী?
উঃ ভাগীরথী।
➤ যমুনা নদী কোন নদীর উপনদী?
উঃ গঙ্গা।
File Details:
File Name: ভারতের বিভিন্ন নদীর উপনদী.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: ভারতের বিভিন্ন নদীর উপনদী.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন