সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্স | Important Monthly Current Affairs
নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টি শেয়ার করা হল। বিভিন্ন Competitive Exam এর জন্য Current Affairs একটি খুবই গুরুত্বপূর্ন বিষয়। অবশ্যই খুব মনোযোগ সহকারে প্রশ্ন উত্তর গুলো পড়ুন আসা করছি এই PDF টি থেকে Current Affairs অনেকটাই প্রস্তুত হয়ে যাবে।
কয়েকটি নমুনা প্রশ্ন
1. সম্প্রতি পুরুষ হকি 5s এশিয়া কাপ- 23 এ কোন দেশ জয়লাভ করল?
উঃ ভারত।
2. সম্প্রতি All India Radio and News Services Division- এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
উঃ ডঃ বসুধা গুপ্তা৷
3. সম্প্রতি আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু কোথায় মহাত্মা গান্ধার 12 ফুট উঁচু মুর্তির উদ্ধোধন করলেন?
উঃ রাজঘাট।
4. সম্প্রতি কতজন শিক্ষককে রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার ( National Teacher Award) প্রদান করা হবে?
উঃ 50 জন / 5 সেপ্টেম্বর। (দিল্লিতে)।
5. সম্প্রতি কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রথম মহিলা ফিল্ড নির্দেশক কাকে নিয়োগ করা হয়েছে?
উঃ ডঃ সোনালী ঘোষ৷
সম্পূর্ণ প্রশ্ন উত্তরের PDF টি নিচে দেওয়া রইল
Monthly Current Affairs PDF
September 2023 Current Affairs PDF | Download |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন