Breaking




মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

ভারতের বিখ্যাত স্টেডিয়াম সমূহের অবস্থান তালিকা PDF

 ভারতের বিখ্যাত স্টেডিয়াম সমূহের তালিকা
List of Famous Stadiums in India

নমস্কার বন্ধুগন, ভারতের বিভিন্ন বিখ্যাত স্টেডিয়ামের নাম ও অবস্থান এই পোস্টটিতে দেওয়া হয়েছে যেমন - যুব ভারতী স্টেডিয়াম কোথায় অবস্থিত? নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? 

নিচের সম্পূর্ন তালিকাটি পড়ে নিন।

ভারতের বিভিন্ন স্টেডিয়াম


নাম অবস্থান
ইডেন গার্ডেন কলকাতা
রণজি স্টেডিয়াম  কলকাতা
যুবভারতী স্টেডিয়াম কলকাতা (সল্টলেক)
নেতাজী ইনডোর স্টেডিয়াম কলকাতা
বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম মুম্বাই
ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই
ব্রেবোণ স্টেডিয়াম মুম্বাই
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমেদাবাদ (গুজরাট)
লাল বাহাদুর স্টেডিয়াম হায়দ্রাবাদ 
শিবাজী স্টেডিয়াম
দিল্লী
জওহরলাল নেহরু স্টেডিয়াম দিল্লী
ধ্যানচাঁদ নেশনাল স্টেডিয়াম দিল্লী
ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে দিল্লী
নেহরু / চিপক স্টেডিয়াম চেন্নাই
সোয়াই মানসিং স্টেডিয়াম জয়পুর
গ্রীন পার্ক কানপুর
বারাবাটি স্টেডিয়াম কটক (ওড়িশা)


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উঃ কলকাতা।
➤ বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই।

File Details:
File Name: ভারতের বিভিন্ন স্টেডিয়াম.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন