ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারণা গুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তালিকা PDF
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে Competitive Exam এ আসা গুরুত্বপূর্ন টপিক হল সংবিধানের বিভিন্ন ধারণার উৎস অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। যেমন - মৌলিক অধিকার ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে এবং প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে।
নিচে এর সম্পূর্ন তালিকাটি দেওয়া রইলো।
ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারণার উৎস
গৃহীত বিষয় | দেশ |
---|---|
➤ মৌলিক অধিকার ➤ মৌলিক অধিকার ➤ প্রস্তাবনা ➤ অঙ্গ রাজ্যের শাসন ব্যাবস্থা |
আমেরিকা যুক্তরাষ্ট্র |
➤ রাষ্ট্রপতি ➤ প্রধানমন্ত্রী ➤ লোকসভার স্পিকার ➤ সংসদীয় শাসন ব্যাবস্থা ➤ দ্বীকক্ষ বিশিষ্ট সংসদ |
গ্রেট ব্রিটেন |
➤ সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী | জাপান |
➤ জরুরী অবস্থা | জার্মানি |
➤ লোকসভার বিল | সুইডেন |
➤ শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি ➤ যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা |
কানাডা |
➤ রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ➤ রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত সদস্য |
আয়ারল্যান্ড |
➤ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ➤ মৌলিক অধিকার |
সোভিয়েত রাশিয়া |
➤ যুগ্ম তালিকা ➤ যৌথ অধিবেশনে ➤ প্রস্তাবনা |
অস্ট্রেলিয়া |
➤ সংবিধান সংশোধন পদ্ধতি | দক্ষিণ আফ্রিকা |
গুরুত্বপূর্ন প্রশ্ন
➤ জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উঃ জার্মানি।
➤ মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া?
উঃ রাশিয়া।
File Details:
File Name: ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারণার উৎস.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারণার উৎস.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন