Breaking




শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারণা গুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তালিকা PDF

 ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারণা গুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তালিকা PDF

নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে Competitive Exam এ আসা গুরুত্বপূর্ন টপিক হল সংবিধানের বিভিন্ন ধারণার উৎস অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। যেমন - মৌলিক অধিকার ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে এবং প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে।

নিচে এর সম্পূর্ন তালিকাটি দেওয়া রইলো।

ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারণার উৎস

গৃহীত বিষয় দেশ
➤ মৌলিক অধিকার
➤ মৌলিক অধিকার
➤ প্রস্তাবনা
➤ অঙ্গ রাজ্যের শাসন ব্যাবস্থা
আমেরিকা যুক্তরাষ্ট্র
➤ রাষ্ট্রপতি
➤ প্রধানমন্ত্রী
➤ লোকসভার স্পিকার
➤ সংসদীয় শাসন ব্যাবস্থা
➤ দ্বীকক্ষ বিশিষ্ট সংসদ
গ্রেট ব্রিটেন
➤ সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী জাপান
➤ জরুরী অবস্থা জার্মানি
➤ লোকসভার বিল সুইডেন
➤ শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি
➤ যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা
কানাডা
➤ রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি
➤ রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত সদস্য
আয়ারল্যান্ড
➤ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
➤ মৌলিক অধিকার
সোভিয়েত রাশিয়া
➤ যুগ্ম তালিকা
➤ যৌথ অধিবেশনে
➤ প্রস্তাবনা
অস্ট্রেলিয়া
➤ সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকা


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উঃ জার্মানি।
➤ মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া?
উঃ রাশিয়া।

File Details:
File Name: ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারণার উৎস.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন