Breaking




মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের তালিকা | RBI Governor List in Bengali

 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের তালিকা | RBI Governor List in Bengali
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের তালিকা

RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় 1935 সালে। 1935 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -র গভর্নরের তালিকা আজকের এই পোস্টটিতে দেওয়া রয়েছে। এই টপিকটি থেকে Competitive Exam এ যে ধরনের প্রশ্ন আসে - রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন? RBI এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? Reserve Bank of India এর বর্তমান গভর্নর কে আছেন? ইত্যাদি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের তালিকা 


গভর্নর সময়কাল
অসবর্ন স্মিথ 01/04/1935 - 30/06/1937
জেমস টেলর 01/07/1937 - 17/02/1943
সি. ডি. দেশমুখ 11/08/1943 - 30/06/1949
বেনেগাল রামা রাও 01/07/1949 - 14/01/1957
কে. জি. আম্বেগাওকার 14/01/1957 - 28/02/1957
এইচ. ভি. আর. লেঙ্গার 01/03/1957 - 28/02/1962
পি. সি. ভট্টাচার্য 01/03/1962 - 30/06/1967
এল. কে. ঝা 01/07/1967 - 03/05/1970
বি. এন. আদারকার 04/05/1970 - 15/06/1970
এস. জগন্নাথ 16/06/1970 - 19/05/1975
এন সি সেনগুপ্ত 19/05/1975 - 19/08/1975
কে আর পুরি 20/08/1975 - 02/05/1977
এম. নরসিংহম 02/05/1977 - 30/11/1977
ডঃ আই. জি প্যাটেল 01/12/1977 - 15/09/1982
ডঃ মনমোহন সিং 16/09/1982 - 14/10/1985
অমিতাভ ঘোষ 15/01/1985 - 04/02/1985
আর. এন. মালহোত্রা 04/02/1985 - 22/12/1990
এস. ভেঙ্কটারামানন 22/12/1990 - 21/12/1992
ডঃ সি. রঙ্গরাজন 22/12/1992 - 21/11/1997
ডঃ বিমল জালান 22/11/1997 - 06/09/2003
ডঃ ওয়াই. ভি. রেড্ডি 06/09/2003 - 05/09/2008
ডি. সুব্বারাও 05/08/2008 - 04/09/2013
রঘুরাম রাজন 04/09/2013 - 04/09/2016
অর্জিত প্যাটেল 04/092016 - 10/12/2018
শক্তিকান্ত দাস 12/12/2018 - বর্তমান


গুরুত্বপূর্ন তথ্য
➤ RBI এর প্রথম গভর্নর হলেন - অসবর্ন স্মিথ
➤ RBI এর প্রথম ভারতীয় গভর্নর - সি. ডি. দেশমুখ
➤ RBI এর দীর্ঘ মেয়াদি গভর্নর - বেনেগাল রামা রাও
➤ RBI এর স্বল্পমেয়াদি গভর্নর - অমিতাভ ঘোষ
➤ RBI এর বর্তমান গভর্নর - শক্তিকান্ত দাস

File Details:
File Name: RBI এর গভর্নরের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন