Breaking




মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

ভারতের বিভিন্ন জলপ্রপাতের অবস্থান || List of waterfalls in India in Bengali

 ভারতের বিভিন্ন জলপ্রপাতের অবস্থান || List of waterfalls in India in Bengali
ভারতের বিভিন্ন জলপ্রপাতের অবস্থান

নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য জলপ্রপাতের অবস্থান, উচ্চতা ও কোন নদীতে অবস্থিত তার সম্পূর্ণ তালিকাটি দেওয়া রইলো। সকল Competitive Exam এর জন্য ভারতের বিভিন্ন জলপ্রপাত এর অবস্থান এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ন। যে ধরনের প্রশ্ন আসে - শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ভারতের বৃহত্তম কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ইত্যাদি।


ভারতের বিভিন্ন জলপ্রপাতের অবস্থান 


জলপ্রপাত উচ্চতা নদী অবস্থান
কুঞ্চিকল জলপ্রপাত 455মি. বারাহ কর্ণাটক
যোগ জলপ্রপাত 253মি. সরাবতী কর্ণাটক
শিবসমুদ্রম জলপ্রপাত 98মি. কাবের কর্ণাটক
কেদুমারি জলপ্রপাত 91মি. - কর্ণাটক
বারকানা জলপ্রপাত 259মি. সীতা কর্ণাটক
কালহাটি জলপ্রপাত 122মি. - কর্ণাটক
মগোদ জলপ্রপাত 198মি. বেদতি কর্ণাটক
দুধসাগর জলপ্রপাত 310মি. মান্ডবি গোয়া ও কর্ণাটক
হুড্রু জলপ্রপাত 98মি. সুবর্ণরেখা ঝাড়খণ্ড
লোধ জলপ্রপাত 183মি. বুরহা ঝাড়খণ্ড
চিত্রকূট জলপ্রপাত 29মি. ইন্দ্রাবতী ছত্রিশগড়
তিরোধগড় জলপ্রপাত 91মি. কাঙ্গের ছত্রিশগড়
ধুঁয়াধার জলপ্রপাত 30মি. নর্মদা মধ্যপ্রদেশ
গাথা জলপ্রপাত 91মি. - মধ্যপ্রদেশ
কেওতি জলপ্রপাত 130মি. - মধ্যপ্রদেশ
চাচাই জলপ্রপাত 130মি. বিহাড় মধ্যপ্রদেশ
বাহুতি জলপ্রপাত 198মি. ওদ্দা মধ্যপ্রদেশ
কিনরেম জলপ্রপাত 305মি. - মেঘালয়
নোহকালিকাই জলপ্রপাত 340মি. - মেঘালয়
সুইট জলপ্রপাত 96মি. - মেঘালয়
কুনে জলপ্রপাত 200মি. - মহারাষ্ট্র
থালাইয়ার জলপ্রপাত 297মি. মঞ্জালর তামিলনাড়ু 
খন্দাধার জলপ্রপাত 244মি. কোরা ওড়িশা
ভানটাওয়াং জলপ্রপাত 230মি. - মিজোরাম
সূচিপাড়া জলপ্রপাত 200মি. - কেরালা
আথিরাপ্পিল্লি জলপ্রপাত 25মি. চালাকুঁড়ি কেরালা


গুরুত্বপূর্ন তথ্য
➤ ভারতের বৃহত্তম জলপ্রপাত হল - কুঞ্চিকল জলপ্রপাত (উচ্চতা - 455মি.)
➤ হুড্রু জলপ্রপাত - সুবর্ণরেখা নদীতে অবস্থিত

File Details:
File Name: ভারতের বিভিন্ন জলপ্রপাতের অবস্থান.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন