রাষ্ট্রপুঞ্জ / জাতি সংঘের মহাসচিবের তালিকা PDF
নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে সংবিধানের গুরুত্বপূর্ন টপিক জাতি সংঘের মহাসচিবের তালিকা দেওয়া হল। এই টপিকটি থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে যেমন - জাতি সংঘের বর্তমান মহাসচিব কে আছেন? জাতি সংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? ইত্যাদি।
জাতি সংঘের মহাসচিবদের তালিকা
মহাসচিব | দেশ | সময়কাল |
---|---|---|
ট্রিগভি লি | নরওয়ে | 1945-1952 |
দ্যাগ হ্যামারশোল্ড | সুইডেন | 1953-1961 |
ইউ থান্ড | বার্মা | 1961-1971 |
কুর্ট ওয়াল্ডহেইম | অস্ট্রিয়া | 1972-1981 |
জেভিয়ার ডি. কুয়েলার | পেরু | 1982-1991 |
বুত্রোস ঘালি | ইজিপ্ট | 1992-1996 |
কোফি আন্নার | ঘানা | 1997-2006 |
বান কি মুন | দক্ষিণ কোরিয়া | 2007-2016 |
আন্টোনিও গুটারেস | পর্তুগাল | 20017-বর্তমান |
গুরুত্বপূর্ন প্রশ্ন
➤ জাতি সংঘের বর্তমান মহাসচিব কে আছেন?
উঃ আন্টোনিও গুটারেস।
➤ জাতি সংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ ট্রিগভি লি।
File Details:
File Name: জাতি সংঘের মহাসচিবের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: জাতি সংঘের মহাসচিবের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন