Breaking




রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

জাতিপুঞ্জের মহাসচিবের তালিকা | রাষ্ট্রপুঞ্জ | List of Secretary Generals of the United Nations in Bengali

 রাষ্ট্রপুঞ্জ / জাতি সংঘের মহাসচিবের তালিকা PDF
জাতি সংঘের মহাসচিবদের তালিকা

নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে সংবিধানের গুরুত্বপূর্ন টপিক জাতি সংঘের মহাসচিবের তালিকা দেওয়া হল। এই টপিকটি থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে যেমন - জাতি সংঘের বর্তমান মহাসচিব কে আছেন? জাতি সংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? ইত্যাদি।

জাতি সংঘের মহাসচিবদের তালিকা


মহাসচিব দেশ সময়কাল
ট্রিগভি লি নরওয়ে 1945-1952
দ্যাগ হ্যামারশোল্ড সুইডেন 1953-1961
ইউ থান্ড বার্মা 1961-1971
কুর্ট ওয়াল্ডহেইম অস্ট্রিয়া 1972-1981
জেভিয়ার ডি. কুয়েলার পেরু 1982-1991
বুত্রোস ঘালি ইজিপ্ট 1992-1996
কোফি আন্নার ঘানা 1997-2006
বান কি মুন দক্ষিণ কোরিয়া 2007-2016
আন্টোনিও গুটারেস পর্তুগাল 20017-বর্তমান


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ জাতি সংঘের বর্তমান মহাসচিব কে আছেন?
উঃ আন্টোনিও গুটারেস।
➤ জাতি সংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ ট্রিগভি লি।

File Details:
File Name: জাতি সংঘের  মহাসচিবের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন