Breaking




সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

বিভিন্ন ঐতিহাসিক সংগঠনের প্রতিষ্ঠাতা | সংগঠন ও প্রতিষ্ঠাতা

 বিভিন্ন গুরুত্বপূর্ন ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা | সংগঠন ও প্রতিষ্ঠাতা
বিভিন্ন ঐতিহাসিক সংগঠন ও তার প্রতিষ্ঠাতা

নমস্কার বন্ধুগন, এই পোস্টটির বিষয়বস্তু হল যেসমস্ত গুরুত্বপূর্ন সংগঠন রয়েছে সেগুলোর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সাল। যেমন - এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সাধারণ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? ইত্যাদি।

সকল চাকরির পরীক্ষায় জন্যে সংগঠন ও প্রতিষ্ঠাতার এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ন। নিচে এর সম্পূর্ন তালিকাটি দেওয়া রইলো।


প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সাল
এশিয়াটিক সোসাইটি উলিয়ম জন্স 1784
আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1814
স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1817
স্বরাজ পার্টি মতিলাল নেহেরু 1923
ব্রাহ্মসমাজ রাজা রামমোহন রায় 1828
সাধারণ ব্রাহ্মসমাজ আনন্দমোহন বসু 1870
প্রার্থনা সভা আত্মারাম পান্ডুরাঙ্গ 1867
তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর 1840
সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে 1873
আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী 1875
রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ 1897
ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876
অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকার 1904
ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস 1905
সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপালকৃষ্ণ গোখলে 1905
হিন্দু মেলা নবগোপাল মিত্র 1867
হরিজন সেবা সংঘ মহাত্মা গান্ধী 1932
ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু 1939
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ রাসবিহারী 1920-1940
আজাদ হিন্দ ফৌজ ক্যাপ্টেন মোহন সিং -


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1748 সালে।
➤ আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?
উঃ ক্যাপ্টেন মোহন সিং।

File Details:
File Name: সংগঠন ও প্রতিষ্ঠাতা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন