Breaking




মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

বিভিন্ন বিপ্লবের জনক | Father of Various Revolutions List in Bengali

 ভারতের বিভিন্ন বিপ্লবের জনক | Father of Various Revolutions List in Bengali

নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ন টপিক ভারতের বিভিন্ন বিপ্লবের জনকের তালিকা তুলে ধরা হল।

এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় বার বার আসে - সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? শ্বেত বিপ্লবের জনক কাকে বলে? হলুদ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? বাদামি বিপ্লব কিসের সাথে যুক্ত? ইত্যাদি।

নিচে ভারতের বিভিন্ন বিপ্লবের জনকের তালিকাটি দেওয়া রইলো

ভারতের বিভিন্ন বিপ্লবের জনক


বিপ্লব সম্পর্কিত জনক
নীল বিপ্লব মৎস্য অরুণ কৃষ্ণান
সবুজ বিপ্লব ধান ও গম এম. এস. স্বামীনাথন
শ্বেত বিপ্লব দুধ ভার্গিস কুরিয়েন 
লাল বিপ্লব টমেটো ও মাংস বিশাল তেওয়ারি
গোলাপী বিপ্লব চিংড়ি ও পেঁয়াজ দুর্গেশ প্যাটেল
হলুদ বিপ্লব তৈলবীজ সাম পিত্রদা
বাদামী বিপ্লব চামড়া হিরালাল চৌধুরী
প্রোটিন বিপ্লব কৃষি উৎপাদন বাড়ানো নরেন্দ্র মোদী
রুপালি বিপ্লব ডিম ইন্দিরা গান্ধী
সোনালী বিপ্লব মধু ও ফল নির্পাখ তুতেজ


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ ভারতের সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?
উঃ ধান ও গম।
➤ ভারতে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত?
উঃ তৈলবীজ।

File Details:
File Name: ভারতের বিভিন্ন বিপ্লবের জনক.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন