পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী তীরবর্তী শহরের তালিকা
নমস্কার বন্ধুগন, পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত তার সম্পূর্ন তালিকাটি আজকের এই পোস্টটিতে দেওয়া রইলো। মেদিনীপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হলদি নদীর তীরে কোন শহর অবস্থিত? কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? এই ধরনের প্রশ্ন এই টপিকটি থেকে এসে থাকে। নিচে সম্পূর্ন তালিকাটি দেওয়া রইলো।
নদ-নদী | শহর |
---|---|
হুগলি | কলকাতা, হাওড়া |
কংসাবতী | মেদিনীপুর |
দামোদর | আসানসোল, দুর্গাপুর |
হলদি | হলদিয়া |
ভাগরথি | মুর্শিদাবাদ, কাটোয়া |
শিলাবতী | ঘটল |
দামোদর | রানীগঞ্জ |
রূপনারায়ণ | কোলাঘাট |
মহানন্দা | মালদা |
তোর্সা | কোচবিহার |
জলঙ্গী | কৃষ্ণনগর |
তিস্তা, করলা | জলপাইগুড়ি |
File Details:
File Name: পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন