বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ || Excretory Organs of Various Animals List in Bengali
নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটির বিষয়বস্তু হল বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ। কেঁচোর রেচন অঙ্গকে কি বলা হয়? হাইড্রার রেচন অঙ্গ কি? বিভিন্ন Competitive Exam যেমন - WBP, SSC, Kolkata Police, Food Si, WBCS Prelims ইত্যাদি পরীক্ষার জন্যে এই ধরনের প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ন। কোন প্রাণীর রেচন অঙ্গ কি তা সুন্দর ভাবে নিচে তালিকার মাধ্যমে দেওয়া হল।
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা
প্রাণীর নাম | রেচন অঙ্গ |
---|---|
কেঁচো | নেফ্রিডিয়া |
জোঁক | নেফ্রিডিয়া |
স্পঞ্জ | দেহতল |
হাইড্রা | দেহতল |
চিংড়ি | সবুজ গ্রন্থি |
আরশোলা | ম্যালজিয়ান নালিকা |
অ্যামিবা | সংকোচন গহ্বর |
ফিতা কৃমি | ফ্রেম কোষ |
মাকড়সা | কক্সাল গ্রন্থি |
তারামাছ | অ্যামিবোসাইট কোষ |
ব্যাঙ, পাখি | মেগোনেফ্রস, ফুসফুস |
শামুক | বোজেনাসের অঙ্গ |
ঝিনুক | কেবারের অঙ্গ |
মাছ | বৃক্ক, ফুলকা |
স্তন্যপায়ী | বৃক্ক |
সরীসৃপ | বহিঃকঙ্কাল নির্মোচন, ফুসফুস, মেটানিফ্রেস |
মানুষ | বৃক্ক, ত্বক যকৃৎ, ফুসফুস |
File Details:
File Name: বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন