Breaking




সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ভারতের বিভিন্ন স্থানের / শহরের উপনাম || Nicknames of different cities in India

ভারতের বিভিন্ন স্থানের উপনাম || Nicknames of different cities in India


নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে “ভারতের বিভিন্ন শহরের উপনাম” এর তালিকাটি আপনাদের সামনে তুলে ধরা হল। যেকোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিলে এই টপিকটি একবার পড়ে দেওয়া উচিত। এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন আসে - City of Joy নামে কোন শহর পরিচিত? দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয়?

নিচে ভারতের বিভিন্ন শহর বা স্থান এবং তার উপনাম তালিকাটি দেওয়া রইলো। আপনারা অবশ্যই নিচে দেওয়া উপনাম এর তালিকাটি পড়ে নিন।


ভারতের বিভিন্ন শহরের উপনাম


শহর উপনাম
কলকাতা City of Joy, প্রাসাদ নগরী, 
দুর্গাপুর পশ্চিমবঙ্গের রুঢ়
হাওড়া ভারতের গ্লাসগো
দার্জিলিং পাহাড়ের রানি
পুনে দক্ষিণাত্যের রানী
মুম্বাই ভারতের ভেনিস, ভারতের প্রবেশদ্বার, ভারতের হলিউড
চেন্নাই দক্ষিণ ভারতের প্রবেশদ্বার
দিল্লি ভারতের রোম
মালদা আমের শহর
আসানসোল কালো হিরের দেশ
এলাহাবাদ ঈশ্বরের বাসভূমি
সুরাট ভারতের মক্কা
জয়পুর ভারতের প্যারিস, গোলাপী শহর
বারাণসী মন্দিরের শহর
ভাগলপুর ভারতের রেশম শহর
শিলিগুড়ি ডুয়ার্সের প্রবেশদ্বার
হরিয়ানা দুধের বালতি
অমৃতসর স্বর্ণা শহর
কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার
কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার
বর্ধমান পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার
আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার
পাঞ্জাব পঞ্চ নদীর দেশ
ত্রিপুরা পঞ্চ পাহাড়ের দেশ
কেরালা ভারতের মসলার বাগান
হিমাচলপ্রদেশ আপেলের দেশ
অন্ধ্রপ্রদেশ এশিয়ার ডিমের ঝুড়ি
কাশ্মীর ভু-স্বর্গ, ভারতের সুইজারল্যান্ড
বেঙ্গালুরু ভারতের উদ্যান নগরী (garden City of India), ভারতের সিলিকন ভ্যালি, ইলেকট্রনিক শহর
জামশেদপুর ভারতের স্টিল সিটি
মাদুরাই উৎসবের শহর, মন্দিরের শহর
শ্রীনগর হ্রদের শহর
উদয়পুর স্বেত শহর
ইন্দোর মিনি মুম্বাই
নাগপুর কমলা লেবুর শহর
পুদুচেরি পূর্বের প্যারিস

File Details:
File Name: ভারতের বিভিন্ন শহরের উপনাম.pdf
File Formet: PDF
Number Of Pages: 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন