ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023 || 68th FilmFare Awards List in Bengali
নমস্কার বন্ধুগণ, এই পোস্টটিতে 2023 সালে অনুষ্ঠিত 68 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড / পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন - শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? সেরা পরিচালকের পুরস্কারটি কে পেয়েছেন? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ইত্যাদি।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড : চলচ্চিত্র জগতে অসামান্য কৃতিত্বের জন্য অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, গায়ক, গায়িকা এছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র কেও এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
27 এপ্রিল 2023 এ এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শো -টি অনুষ্ঠিত হয়।
নিচে সুন্দর ভাবে সাজানো পুরস্কার প্রাপকদের তালিকাটি দেওয়া রইলো।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড / পুরস্কার তালিকা
বিভাগ | পুরস্কার প্রাপক |
---|---|
শ্রেষ্ঠ অভিনেতা | রাজকুমার রাও |
সেরা পার্শ্ব অভিনেতা | অনিল কাপুর |
শ্রেষ্ঠ অভিনেত্রী | আলিয়া ভাট |
সেরা পার্শ্ব অভিনেত্রী | শিবা চাড্ডা |
সেরা অভিনেত্রী (সমালোচক) | তাবু |
সেরা অভিনেত্রী (সমালোচক) | ভূমি পেডনেকার |
সেরা অভিনেতা (সমালোচক) | সঞ্জয় মিশ্রা |
শ্রেষ্ঠ চলচ্চিত্র | গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি |
সেরা চলচ্চিত্র (সমালোচক) | বাধাই হো |
সেরা পরিচালক | সঞ্জয় লীলা বানসালি (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) |
সেরা গায়ক | আরজিত সিং |
সেরা গায়িকা | কবিতা শেঠ |
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড | প্রেম চোপড়া |
সেরা মিউজিক অ্যালবাম | প্রীতম |
সেরা লিরিক্স | অমিতাভ ভট্টাচার্য |
সেরা ডেবিও পরিচালক | রাজিব বানওয়া ও যশপাল সিং সাধু |
কয়েকটি গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর
১. 2023 সালে কত তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে?
উঃ 68 তম।
২. 68 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতা অভিনেতা হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উঃ রাজকুমার রাও।
File Name: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন