UNESCO World Heritage Sites List in India || ইউনেস্কো হেরিটেজ সাইট PDF তালিকা
নমস্কার বন্ধুগন, আজকের পোস্টটির বিষয়বস্তু হল ভারতে অবস্থিত ইউনেস্কো হেরিটেজ সাইট সমূহ, এই Heritage Sites বা ঐতিহ্যবাহী স্থান গুলি কোথায় অবস্থিত কত সালে Heritage Site এর তকমা পাই ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্য দেওয়া রয়েছে
Competitive Exam এর জন্য এটি একটি গুরুত্বপূর্ন টপিক। কয়েকটি নমুনা প্রশ্ন দেখে নাওয়া যাক এই টপিকটি থেকে : ইলোরা গুহা কোথায় অবস্থিত? ধোলাভিরা কত সালে UNESCO World Heritage Site এর তকমা পাই?
নিচে সুন্দর ভাবে তালিকার মাধ্যমে সমস্ত তথ্য দেওয়া রইলো। প্রয়োজনে PDF টি সংগ্রহ করে নিতে পারেন
UNESCO World Heritage Sites List in Bengali
ঐতিহ্যবাহী স্থান | অবস্থান | সাল |
---|---|---|
অজন্তা গুহা | মহারাষ্ট্র | 1983 |
তাজমহল | উত্তরপ্রদেশ | 1983 |
আগ্রা দুর্গ | উত্তরপ্রদেশ | 1983 |
ইলোরা গুহা | মহারাষ্ট্র | 1983 |
কোণারকের সূর্য মন্দির | ওড়িশা | 1984 |
মানস বন্য প্রাণী সংরক্ষণ | আসাম | 1985 |
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান | আসাম | 1985 |
কেওলাদেও জাতীয় উদ্যান | রাজস্থান | 1985 |
খাজুরাহোর স্মৃতিসৌধ | মধ্যপ্রদেশ | 1986 |
ফতেপুর সিক্রি | উত্তরপ্রদেশ | 1986 |
হাম্পি স্মৃতিস্তম্ভ | কর্ণাটক | 1986 |
সুন্দরবন জাতীয় উদ্যান | পশ্চিমবঙ্গ | 1987 |
পাট্টাডাকাল স্মৃতিস্তম্ভ | কর্ণাটক | 1987 |
চোল মন্দির | তামিলনাড়ু | 1987 |
এলিফ্যান্টা গুহা | মহারাষ্ট্র | 1987 |
সাঁচির বৌদ্ধ স্তূপ | মধ্যপ্রদেশ | 1989 |
কুতুব মিনার | দিল্লি | 1993 |
হুমায়ূনের সমাধি | দিল্লি | 1993 |
বুদ্ধগয়ার মহাবোধি মন্দির | বিহার | 2002 |
ভিমবেটকা রক শেলটার | মধ্যপ্রদেশ | 2003 |
ছত্রপতি শিবাজী টার্মিনাস | মহারাষ্ট্র | 2004 |
চম্পানার পবগধ প্রত্নতাত্ত্বিক উদ্যান | গুজরাট | 2004 |
লাল দূর্গ / লাল কেল্লা | দিল্লি | 2007 |
যন্তর মন্তর | জয়পুর, রাজস্থান | 2010 |
পাহাড়ি দূর্গ | রাজস্থান | 2013 |
রানী কি ভাব | গুজরাট | 2014 |
লি করবুসিয়ার স্থাপত্য | চন্ডিগড় | 2016 |
নালন্দা মহাবিদ্যালয় | বিহার | 2016 |
খংচেন্দজোঙ্গা জাতীয় উদ্যান | সিকিম | 2016 |
আমেদাবাদ শহর | গুজরাট | 2017 |
জয়পুর শহর | রাজস্থান | 2019 |
ধোলাভিরা | গুজরাট | 2021 |
File Name: উনিস্কো হেরিটেজ সাইট.pdf
File Formet: PDF
Number Of Pages: 3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন