Breaking




সোমবার, ১ মে, ২০২৩

কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF তালিকা

 কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল PDF তালিকা || List of burial places of famous people
বিখ্যাত ব্যাক্তিদের সমাধিস্থল


নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটির বিষয়বস্তু হল ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল। Competitive Exam - এ বিভিন্ন বিখ্যাত ব্যাক্তিদের সমাধিস্থল কোথায় রয়েছে এর থেকে প্রশ্ন আসে যেমন : - মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় রয়েছে?  হুমায়ূনের সমাধিস্থল কোথায় রয়েছে? ইত্যাদি।

নিচে সুন্দর ভাবে তালিকাটি দেওয়া রইলো সময় অপচয় না করে পরে নিন এবং পরবর্তী কালে পড়ার জন্য বিখ্যাত ব্যাক্তিদের সমাধিস্থল এর PDF টি Download করে নিন।


বিখ্যাত ব্যাক্তিদের সমাধিস্থল


ব্যাক্তি সমাধিস্থল
ডঃ বি. আর. আম্বেদকর চৈতভূমি, মুম্বাই
এপিজে আবদুল কালাম রামেশ্বরম, তামিলনাড়ু
জওহরলাল নেহরু শান্তিবন, দিল্লি
মহাত্মা গান্ধী রাজঘাট, দিল্লি
ইন্দ্রা গান্ধী শক্তিস্থল, নিউ দিল্লি
রাজিব গান্ধী বীরভূম
শাহজাহান আগ্রা (তাজমহল)
মমতাজ আগ্রা (তাজমহল)
বাবার কাবুল
হুমায়ূন দিল্লি
আকবর আগ্রা (সেকেন্দ্রা)
আলেকজান্ডার মিশর
রাজা রামমোহন রায় বিষ্টল, ইংল্যান্ড
রবীন্দ্রনাথ ঠাকুর নিমতলা ঘাট
অটল বিহারী বাজপেয়ী স্মৃতিস্থল
লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট
নানা সাহেব মরভি (মহারাষ্ট্র)
মোরারজি দেশাই অভয় ঘাট

File Details:
File Name: বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন