Breaking




বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও রাজধানী তালিকা || List of official languages and capitals of all Indian states

ভারতের সকল রাজ্যের সরকারি ভাষা ও রাজধানী তালিকা || List of official languages ​​and capitals of all Indian states


নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে আপনাদের সাথে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও রাজধানীর নামের তালিকা শেয়ার করলাম। বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা যেমন : West Bengal police, Kolkata Police, Public Service Commission, SSC GD, SSC CGSL, SSC CGL ইত্যাদির জন্য সকল রাজ্যের সরকারি ভাষা ও রাজধানীর নাম জেনে রাখা অত্যন্ত জরুরি, তাই আজকের এই পোস্টটির মাধ্যমে আপনাদের সাথে ভাষা ও রাজধানীর PDF তালিকাটি দেওয়া রইলো। 

ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও রাজধানী


রাজ্য রাজধানী সরকারি ভাষা
পশ্চিমবঙ্গ কলকাতা ইংরেজি ও বাংলা
ওড়িশা ভুবনেশ্বর ওড়িয়া
বিহার পাটনা হিন্দি
অন্ধ্রপ্রদেশ অমরাবতী হিন্দি, উর্দু, তামিল ও তেলেগু
উত্তরপ্রদেশ লক্ষ্ণৌ হিন্দি
হিমাচল প্রদেশ শিমলা হিন্দি
অরুণাচল প্রদেশ ইটানগর হিন্দি, ইংরেজি, বাংলা 
মধ্যপ্রদেশ ভোপাল হিন্দি
ঝাড়খণ্ড রাঁচি হিন্দি
ছত্তিশগড় রায়পুর হিন্দি
গুজরাট গন্ধিনগর গুজরাটি
কর্ণাটক ব্যাঙ্গালুরু কানাড়া
পাঞ্জাব চন্ডিগড় পাঞ্জাবি
তামিলনাড়ু চেন্নাই তামিল
সিকিম গ্যাংটক ইংরেজি
তেলেঙ্গানা হায়দ্রাবাদ তেলেগু
মনিপুর ইম্ফল মণিপুরী
নাগাল্যান্ড কোহিমা ইংরেজি
কেরালা তিরুবনন্তপুরম মালায়ালাম
মেঘালয় শিলং ইংরেজি
মিজোরাম আয়জল হিন্দি ও ইংরেজি
মহারাষ্ট্র মুম্বাই মারাঠি
গোয়া পানাজি কঙ্কনী
আসাম দিশপুর আসামী
ত্রিপুরা আগরতলা বাংলা
হরিয়ানা চন্ডিগড় হিন্দি
রাজস্থান জয়পুর হিন্দি
উত্তরাখণ্ড দেরাদুন হিন্দি

কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ও ভাষা


কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী সরকারি ভাষা
দিল্লি দিল্লী ইংরেজি ও হিন্দি
পুদুচেরী পুদুচেরী ইংরেজি ও তামিল
লাক্ষাদ্বীপ কাভারাত্রি ইংরেজি ও তামিল
জম্মু ও কাশ্মীর শ্রীনগর (গ্রীষ্ম), জম্মু (শীত) ইংরেজি , হিন্দি ও উর্দু
চন্ডিগড় চন্ডিগড় --
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ব্লেয়ার হিন্দি ও ইংরেজি
দাদরা ও নগর হাভেল এবং দমন ও দিউ দমন --
লাদাখ লেহ ইংরেজি ও হিন্দি

File Details:
File Name: বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও রাজধানী.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন