ভারতের সকল রাজ্যের সরকারি ভাষা ও রাজধানী তালিকা || List of official languages and capitals of all Indian states
নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে আপনাদের সাথে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও রাজধানীর নামের তালিকা শেয়ার করলাম। বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা যেমন : West Bengal police, Kolkata Police, Public Service Commission, SSC GD, SSC CGSL, SSC CGL ইত্যাদির জন্য সকল রাজ্যের সরকারি ভাষা ও রাজধানীর নাম জেনে রাখা অত্যন্ত জরুরি, তাই আজকের এই পোস্টটির মাধ্যমে আপনাদের সাথে ভাষা ও রাজধানীর PDF তালিকাটি দেওয়া রইলো।
ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও রাজধানী
রাজ্য | রাজধানী | সরকারি ভাষা |
---|---|---|
পশ্চিমবঙ্গ | কলকাতা | ইংরেজি ও বাংলা |
ওড়িশা | ভুবনেশ্বর | ওড়িয়া |
বিহার | পাটনা | হিন্দি |
অন্ধ্রপ্রদেশ | অমরাবতী | হিন্দি, উর্দু, তামিল ও তেলেগু |
উত্তরপ্রদেশ | লক্ষ্ণৌ | হিন্দি |
হিমাচল প্রদেশ | শিমলা | হিন্দি |
অরুণাচল প্রদেশ | ইটানগর | হিন্দি, ইংরেজি, বাংলা |
মধ্যপ্রদেশ | ভোপাল | হিন্দি |
ঝাড়খণ্ড | রাঁচি | হিন্দি |
ছত্তিশগড় | রায়পুর | হিন্দি |
গুজরাট | গন্ধিনগর | গুজরাটি |
কর্ণাটক | ব্যাঙ্গালুরু | কানাড়া |
পাঞ্জাব | চন্ডিগড় | পাঞ্জাবি |
তামিলনাড়ু | চেন্নাই | তামিল |
সিকিম | গ্যাংটক | ইংরেজি |
তেলেঙ্গানা | হায়দ্রাবাদ | তেলেগু |
মনিপুর | ইম্ফল | মণিপুরী |
নাগাল্যান্ড | কোহিমা | ইংরেজি |
কেরালা | তিরুবনন্তপুরম | মালায়ালাম |
মেঘালয় | শিলং | ইংরেজি |
মিজোরাম | আয়জল | হিন্দি ও ইংরেজি |
মহারাষ্ট্র | মুম্বাই | মারাঠি |
গোয়া | পানাজি | কঙ্কনী |
আসাম | দিশপুর | আসামী |
ত্রিপুরা | আগরতলা | বাংলা |
হরিয়ানা | চন্ডিগড় | হিন্দি |
রাজস্থান | জয়পুর | হিন্দি |
উত্তরাখণ্ড | দেরাদুন | হিন্দি |
কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ও ভাষা
কেন্দ্রশাসিত অঞ্চল | রাজধানী | সরকারি ভাষা |
---|---|---|
দিল্লি | দিল্লী | ইংরেজি ও হিন্দি |
পুদুচেরী | পুদুচেরী | ইংরেজি ও তামিল |
লাক্ষাদ্বীপ | কাভারাত্রি | ইংরেজি ও তামিল |
জম্মু ও কাশ্মীর | শ্রীনগর (গ্রীষ্ম), জম্মু (শীত) | ইংরেজি , হিন্দি ও উর্দু |
চন্ডিগড় | চন্ডিগড় | -- |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ব্লেয়ার | হিন্দি ও ইংরেজি |
দাদরা ও নগর হাভেল এবং দমন ও দিউ | দমন | -- |
লাদাখ | লেহ | ইংরেজি ও হিন্দি |
File Name: বিভিন্ন রাজ্যের সরকারি ভাষা ও রাজধানী.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন