অস্কার 2023 বিজেতা তালিকা বা একাডেমি অ্যাওয়ার্ড বিজেতা ২০২৩ | Oscar Award Winner list in Bengali
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে আমরা তালিকার মাধ্যমে জেনে নেব সম্প্রতি অনুষ্ঠিত অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কে এবং অস্কার পুরস্কার বিজয়ীদের তালিকা দেখে নেবো। 2023 সালের 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড 2023 এ যে সকল বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে প্রতিটি বিভাগের পুরস্কার প্রাপকদের নাম তালিকার মাধ্যমে নিচে দেওয়া রইলো।
প্রথমে আমরা এই অস্কার পুরস্কার বা Academy Award সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য জেনে নিই
• প্রথম অস্কার পুরস্কার দেওয়া হয় - 1929 সালের 16ই মে।
• অস্কার পুরস্কার দেওয়া হয় - একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস’ এর তরফ থেকে দেওয়া হয়।
• অস্কার 2023 অনুষ্ঠিত হয় - ডলবি থিয়েটার, লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র।
• অস্কার 2023 হোস্ট করেন - জিমি কিমেল।
অস্কার পুরস্কার 2023 তালিকা
বিভাগ | বিজেতা |
---|---|
Best Original Song | RRR সিনেমার “নাটু-নাটু” গানটি |
Best Documentary Short Film | দ্য এলিফ্যান্ট হুইস্পারর্স |
Best Picture | এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স |
Best Actor | ব্রেন্ড্যান ফ্রেসার (দ্য হোয়েল সিনেমাতে অভিনয়ের জন্য) |
Best Actress | মিশেল ইয়ো (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমাতে অভিনয়ের জন্য) |
Best Director | ড্যানিয়েল ক্যোয়ান, ড্যানিয়েল স্কিনার্ট (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স) |
Best Original Screenplay (চিত্রনাট্য) | এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স |
Best Animated Feature Film | দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স |
Best Animated Short Film | গিয়েরমো ডেল টোরোজ পিনোকিও |
Best Visual Effects (VFX) | অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার |
Best documentary feature film | নাভালনি |
Best action short film | অ্যান আইরিশ গুডবাই |
Best Side Actor | কে হুই কুয়েন (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স) |
Best Side Actress | জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স) |
Best Costume Design | ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার |
Best Adapted Film | ওম্যান টকিং |
Best International Feated Film | অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট |
Best film Editing | এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স |
Best Cenematography | অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট |
Best Production Design | অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট |
Best Original Score | অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট |
Best Sound | Top song : মেভারিক |
Makeup and Hear Styling | দ্য হোয়েল |
কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়া রইলো🔻
১. কোন ভারতীয় প্রথম অস্কার পান ?
উঃ ভানু অ্যাথাইয়া।
২. অস্কার পুরস্কার প্রথম কবে দেওয়া হয়?
উঃ 1929 সালের 16ই মে।
৩. অস্কার 2023 এ ভারত কয়টি অস্কার পেলো?
উঃ ২টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন