ভারতের বিভিন্ন তৈল শোধনাগার | Location List of Various Oil Refineries in India
নমস্কার বন্ধুগন, ভারতের বিভিন্ন তৈল শোধনাগারের অবস্থান সম্পর্কে সকল Competitive Exam এ প্রশ্ন এসে থাকে এবং পরবর্তীকালে প্রশ্ন আসার সম্ভবনা রয়েছে। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের তৈল শোধনাগারের অবস্থান সম্পর্কে জেনে রাখা দরকার। এই পোস্টটিতে সুন্দর ভাবে তালিকার মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ন তৈল শোধনাগারের অবস্থানের তালিকা দেওয়া রইলো।
তৈল শোধনাগারের অবস্থান
শোধনাগার | কোম্পানি | অবস্থান | সেক্টর |
---|---|---|---|
কোচি শোধনাগার | ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিট | কেরালা, কোচি | পাবলিক |
হলদিয়া শোধনাগার | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড | পশ্চিমবঙ্গ, হলদিয়া | পাবলিক |
বিশাখাপত্তনম শোধনাগার | হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড | অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম | পাবলিক |
গুজরাট শোধনাগার | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড | গুজরাট, ভাদোদরা | পাবলিক |
জামনগর শোধনাগার | রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড | গুজরাট, জামনগর | প্রাইভেট |
মুম্বাই শোধনাগার | ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড | মহারাষ্ট্র, মুম্বাই | পাবলিক |
ডিগবয় শোধনাগার | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড | আসাম, ডিগবয় | পাবলিক |
গুয়াহাটি | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড | আসাম, গুয়াহাটি | পাবলিক |
মুম্বাই | হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড | মহারাষ্ট্র, মুম্বাই | পাবলিক |
গুরু গোবিন্দ সিং শোধনাগার | HPCL মিত্তাল এনার্জি লিমিটেড | পাঞ্জাব, বাথান্ডা | যৌথ |
পানিপথ শোধনাগার | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড | হরিয়ানা, পানিপথ | পাবলিক |
বারাউনি শোধনাগার | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড | বিহার, বারাউনি | পাবলিক |
বনগাঁও শোধনাগার | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড | আসাম, বনগাঁও | পাবলিক |
কয়েকটি প্রশ্নোত্তর আকারে দেওয়া রইলো 🔻
১। কোচি শোধনাগার কোথায় অবস্থিত?
উঃ কেরালা রাজ্যের কোচিতে।
২। বিশাখাপত্তনম শোধনাগার কোন কোম্পানি দ্বারা পরিচালিত হয়?
উঃ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।
File Details:
File Name: ভারতের বিভিন্ন তৈল শোধনাগার.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: ভারতের বিভিন্ন তৈল শোধনাগার.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন