Number Series Reasoning Practic Set in Bengali | রিজনিং প্রাকটিস সেট
নমস্কার বন্ধুগন, আমরা সবাই জানি যে বিভিন্ন Competitive Exam এ ভালো ফল ও পাশ করার জন্য Reasoning একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই এই Post টিতে Reasoning এর Number Series এর কয়েকটি প্রশ্ন দিয়ে এই Practic Set টি তৈরি।
খাতা ও কলম নিয়ে বসুন এবং প্রতিটি Number Series Reasoning Solve করার চেষ্টা করুন। সঠিক উত্তর এবং সমাধানের পদ্ধতিটি দেখার জন্য উত্তর দেখুন এ ক্লিক করুন।
Number Series Reasoning Practic Set
1) 9, 16, 25, 36, 49, ?
a) 63
b) 64
c) 65
d) 66
উত্তর: b) 64 সমাধান:- 3² = 9, 4²=16, 5²=25, 6²=36, 7²=49, তাহলে 8²=64 সঠিক উত্তর
উত্তর: c) 33 সমাধান:- প্রথমে 2 তারপর 4, 6, 8 করে যোগ হয়ে পরবর্তী সংখ্যাটি হয়েছে একইভাবে পরেরটির ক্ষেত্রে 10 যোগ হবে তাহলে 23+10=33
5) 3, 7, 16, 32, ?
a) 50
b) 52
c) 57
d) 59
উত্তর: c) 57 সমাধান:- 3 থেকে 7 হয়েছে 2² অর্থাৎ 4 যোগ করে 7 থেকে 16 হয়েছে 3² অর্থাৎ 9 যোগ করে 16 থেকে 32 হয়েছে 4² অর্থাৎ 16 যোগ করে একইভাবে 32 এর সাথে 5² অর্থাৎ 25 যোগ করে 57 হবে
6) 35, 19, 10, 6, ?
a) 7
b) 9
c) 5
d) 1
উত্তর: c) 5 সমাধান:- 35 থেকে 19 হয়েছে 4² অর্থাৎ 16 বিয়োগ করে 19 থেকে 10 হয়েছে 3² অর্থাৎ 9 বিয়োগ করে 10 থেকে 6 হয়েছে 2² অর্থাৎ 4 বিযোগ করে একইভাবে 6 থেকে 1² অর্থাৎ 1 যোগ করে 5 হবে
7) 13, 17, 25, 32 ?
a) 37
b) 39
c) 35
d) 33
উত্তর: a) 37 সমাধান:- 13 থেকে 17 হয়েছে 13 এর 1+3 অর্থাৎ 4 যোগ করে 17 থেকে 25 হয়েছে 17 এর 1+7 অর্থাৎ 8 বিয়োগ করে 25 থেকে 32 হয়েছে 25 এর 2+5 অর্থাৎ 7 বিযোগ করে একইভাবে 32 এর 3+5=5 যোগ করে 32+5=37 হবে
8) 6, 8, 11, 15, 20, ?
a) 22
b) 25
c) 26
d) 27
উত্তর: c) 26 সমাধান:- প্রথমে 2 যোগ হয়েছে, তারপর ক্রমাগত 3, 4, 5 যোগ হয়েছে একইভাবে 20 এর সাথে তাহলে 6 যোগ করে 26 হবে
9) 27, 21, 16, 12, 9, ?
a) 5
b) 7
c) 9
d) 11
উত্তর: b) 7 সমাধান:- প্রথমে 6 বিয়োগ হয়েছে, তারপর ক্রমাগত 5, 4, 3, বিয়োগ হয়েছে একইভাবে 9 থেকে 2 বিয়োগ করে 7 হবে
10) 121, 144, 169, 196, ?
a) 199
b) 216
c) 225
d) 249
উত্তর: c) 225 সমাধান:- 11² = 121 12²=144 13²=169 14²=196 একইভাবে পরবর্তী সংখ্যাটি হবে 15²= 225
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন