Breaking




সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

Kolkata Police Constable Syllabus in Bengali | কলকাতা পুলিশ সিলেবাস PDF

 Kolkata Police Constable Syllabus in Bengali | Recruitment Process| কলকাতা পুলিশ সিলেবাস PDF

Kolkata Police Syllabus in Bengali


নমস্কার বন্ধুগন, আমাদের BongTeach website টিতে তোমাদের কে স্বাগত জানাই, Kolkata Police Constable Recruitment 2023 -এর পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার সিলেবাস খুব ভালো করে জানতে হবে। সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে যে কোনো পরীক্ষার্থীর পরীক্ষার বিষয় গুলো বুঝতে এবং পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সুবিধে হয়, যে সকল পরীক্ষার্থী Kolkata Police Constable এর পরিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই Kolkata Police পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য যেমন Kolkata Police Constable Exam Pattern, Syllabus, PMT-PET ও Interview ইত্যাদি বিষয়গুলো এই পোস্টটির মধ্যে রয়েছে, আগ্রহী পরীক্ষার্থীরা এই পোস্টটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।


➤ নিয়োগ প্রক্রিয়া: [ Recruitment Process ]


১। Preliminary Examination [প্রিলিমিনারী পরীক্ষা]

২। PMT, PET

৩। Main Examination [মেন পরীক্ষা]

৪। Interview [ ইন্টারভিউ]

৫। Document Verification and Medical [ডকুম্যান্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল]

■ এই ৫টি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে


 ➤ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষার প্যাটার্ন [Kolkata Police Constable Exam Pattern]


কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল-এর প্রিলিমিনারী পরীক্ষার ৪ টি বিষয় থেকে মোট 100 নাম্বারের প্রশ্ন থাকে। প্রিলিমিনারি [MCQ টাইপ ] নীচে বিস্তারিত ভাবে দেখে নিন।


বিষয় প্রশ্ন নাম্বার সময়
জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস (GK & GA) 40 40 1 ঘন্টা 
গণিত (Madhymik Standard) 30 30
রিজনিং 30 30
Total 100 100

প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 1 নাম্বার করে এবং ভুল উত্তরের জন্য Negative Marking রয়েছে একটি প্রশ্নের উত্তর ভুলের জন্য .25 নাম্বার বিয়োগ হয়ে যাবে অর্থাৎ 4 টি প্রশ্ন ভুল হলে 1 নাম্বার Negative হয়ে যাবে।


➤ PMT [ Physical Measurement Test ]


Post : Constable (পুরুষ)

Category Height Weight Chest
General / SC / OBC 167 সেমি 57 কেজি ফুলিয়ে 83 সেমি, না ফুলিয়ে 78 সেমি
ST, গরখো, গরওয়ালি, রাজবংশী 160 সেমি 53 কেজি ফুলিয়ে 81 সেমি না ফুলিয়ে 76 সেমি

Post : Lady Constable (মহিলা)
Category Height Weight Chest
General / SC / OBC 160 সেমি 49 কেজি -
ST, গরখো, গরওয়ালি, রাজবংশী 152 সেমি 45 কেজি -

➤ PET [Physical Efficiency Test]

Post Running Time
Constable (পুরুষ) 1600 মি 6 মি. 30 সে.
Lady Constable 800মি 4 মি. 30 সে.

➤ মেন পরীক্ষা [Main Examination]
Kolkata police constable Main Exam এ 5 টি বিষয় থেকে মোট 85 নাম্বারের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1 (MCQ Type)

বিষয় প্রশ্ন নাম্বার সময়
জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস (GK & GA) 25 25 1 ঘন্টা 
ইংরেজি 10 10
গণিত (Madhymik Standard) 25 25
রিজনিং 25 25
Total 85 85

■ Negative Marking .25
 
➤ ইন্টারভিউ [Interview]
প্রিলিমিনারী পরীক্ষা , PMT, PET এবং মেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে 15 নাম্বারের।

➤ Document Verification and Medical
সব শেষে Document verification এবং Medical এর জন্য ডাকা হবে।

➤ সিলেবাস [Kolkata Police Constable Syllabus 2023]

◈ জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস (GK & GA)
⦾ ইতিহাস
⦾ ভূগোল
⦾ অর্থনীতি
⦾ সংবিধান
⦾ স্ট্যাটিক জিকে
⦾ বিজ্ঞান
⦾ গুরুত্বপূর্ন দিবস
⦾ খেলাধুলো
⦾ সম্প্রতি ঘটনা
⦾ কারেন্ট অ্যাফেয়ার্স

◈ গণিত (মাধ্যমিক স্তরের)
গণিত সাধারণত মাধ্যমিক স্তরের থাকবে। গণিতের যে যে চ্যাপ্টার গুলো থেকে সাধারণত প্রশ্ন থাকবে - 
⦾ লাভ ও ক্ষতি
⦾ শতকরা
⦾ গড় 
⦾ অনুপাত সমানুপাত
⦾ সুদ
⦾ সময় ও কাজ
⦾ সময় ও দূরত্ব 
ইত্যাদি

◈ রিজনিং
⦾ কোডিং ডিকোডিং
⦾ সম্পর্ক
⦾ লুডুর ছক্কা
⦾ ক্যালেন্ডার
⦾ সাদৃশ্য বৈসাদৃশ্য
⦾ নাম্বার সিরিজ
ইত্যাদি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন