ভারতের অর্থ কমিশন এর স্থাপিত সাল ও চেয়ারম্যানের তালিকা PDF | Finance Commission List in Bengali
নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে ১৯৫১ থেকে বর্তমান কাল পর্যন্ত যতগুলো অর্থ কমিশন স্থাপিত হয় তার চেয়ারম্যানের তালিকা এই পোস্টটির মাধ্যমে তুলে ধরা হলো। WBCS, WBP SI, SSC ইত্যাদি পরীক্ষার জন্য অর্থ কমিশনের স্থাপিত সাল ও চেয়ারম্যানের তালিকা, অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ? প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? ইত্যাদি বিষয়গুলো জেনে রাখা খুবই প্রয়োজনীয়। তাই প্রয়োজনে PDF টি ডাউনলোড করে নিন।
ভারতের অর্থ কমিশন এর স্থাপিত সাল ও চেয়ারম্যানের তালিকা
কমিশন | চেয়ারম্যান | স্থাপিত | স্থায়িত্বকাল |
---|---|---|---|
প্রথম | কে.সি. নিয়োগী | 1951 | 1952-1957 |
দ্বিতীয় | কে. সোনথানম | 1956 | 1957-1962 |
তৃতীয় | এ. কে. চন্দ | 1960 | 1962-1966 |
চতুর্থ | পি. ভি রাজামান্নর | 1964 | 1966-1969 |
পঞ্চম | মহাবীর ত্যাগী | 1968 | 1969-1974 |
ষষ্ঠ | ব্রাহ্মণন্দ রেড্ডি | 1972 | 1974-1979 |
সপ্তম | জে. এম. সিলেট | 1977 | 1979-1984 |
অষ্টম | ওয়াই. বি. চৌহান | 1983 | 1984-1989 |
নবম | এম কে পি সালভে | 1987 | 1989-1995 |
দশম | কে সি পন্থ | 1992 | 1995-2000 |
11 | এ. এম. খুশরো | 1998 | 2000-2005 |
12 | সি. রঙ্গরাজন | 2003 | 2005-2010 |
13 | বিজয় এল কেলকার | 2007 | 2010-2015 |
14 | ডঃ ওয়াই. ভি. রেড্ডি | 2012 | 2015-2020 |
15 | এন. কে. সিং | 2017 | 2020-2025 |
কয়েকটি প্রশ্ন উত্তর আকারে দেওয়া রইলো 🔻
১। ভারতীয় অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
উঃ কে. সি. নিয়োগী
2। প্রথম ভারতীয় অর্থ কমিশন কবে গঠিত হয় ?
উঃ 1951 সালে
3। ভারতের অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন?
উঃ এন. কে. সিং
File Name: ভারতের অর্থ কমিশনের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন