বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি ও কাপ | Trophy and Cup associated with various sports list in Bengali
নমস্কার বন্ধুগন, এই পোস্টে বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি ও কাপ - এর তালিকা দেওয়া রয়েছে। এই সরকারি চাকরির পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ন টপিক। WBP Constable, Kolkata Police, SI, SSC, WBCS ইত্যাদি পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র খুললে দেখতে পাবেন এই টপিকটি থেকে প্রশ্ন পরীক্ষায় এসেছে যেমন : নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ? কলিঙ্গ কাপ কোন খেলার সাথে যুক্ত ? এশিয়া কাপ কোন খেলের সাথে যুক্ত ? অবশ্যই আপনারা খেলার সাথে যুক্ত ট্রফি ও কাপ এর PDF টি সংগ্রহ করে নিন পরবর্তী কলে পড়ার জন্য।
বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি ও কাপ তালিকা PDF
ট্রফি এবং কাপ | খেলার নাম |
---|---|
গুরুনানক চ্যাম্পিয়নশিপ | হকি |
ইন্দিরা গোল্ড কাপ | হকি |
লেডি রতন টাটা ট্রফি | হকি |
এমসিসি ট্রফি | হকি |
নেহেরু ট্রফি (মহিলা হকি) | হকি |
নেহেরু ট্রফি | হকি |
সাহনি ট্রফি | হকি |
বঙ্গস্বামী কাপ | হকি |
রেনে ফ্র্যাঙ্ক ট্রফি | হকি |
মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ | হকি |
করবিলিয়ন কাপ | টেবিল টেনিস |
জয়লক্ষ্মী কাপ (মহিলা) | টেবিল টেনিস |
রামানুজন ট্রফি | টেবিল টেনিস |
টেবিল টেনিস গ্র্যান্ড প্রিক্স | টেবিল টেনিস |
ফিফা বিশ্বকাপ | ফুটবল |
ডুরান্ট কাপ | ফুটবল |
কলিঙ্গ কাপ | ফুটবল |
এফএ কাপ | ফুটবল |
মেরডেকা কাপ | ফুটবল |
সন্তোষ ট্রফি | ফুটবল |
সুব্রত ট্রফি | ফুটবল |
ভিট্টল ট্রফি | ফুটবল |
সঞ্জয় গোল্ড ট্রফি | ফুটবল |
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ | ফুটবল |
স্যার আশুতোষ মুখার্জি ট্রফি | ফুটবল |
রাঘবির সিং মেমোরিয়াল কাপ | ফুটবল |
এশিয়া কাপ | ক্রিকেট |
রঞ্জি ট্রফি | ক্রিকেট |
সাহারা কাপ | ক্রিকেট |
নেহেরু কাপ | ক্রিকেট |
আইসিসি চ্যাম্পয়ন্স কাপ | ক্রিকেট |
জিডি বিড়লা ট্রফি | ক্রিকেট |
ইরানি ট্রফি | ক্রিকেট |
শীষ মহল ট্রফি | ক্রিকেট |
আইসিসি বিশ্বকাপ | ক্রিকেট |
রথমন্যাস ট্রফি | ক্রিকেট |
এসআরএফ বিশ্বকাপ | ক্রিকেট |
দলীপ ট্রফি | ক্রিকেট |
গোলাম আহমেদ ট্রফি | ক্রিকেট |
দেওধর ট্রফি | ক্রিকেট |
রামানুজন ট্রফি | লন টেনিস |
রাজেন্দ্র প্রসাদ কাপ | লন টেনিস |
ডেভিস কাপ | লন টেনিস |
উইডম্যান কাপ | লন টেনিস |
জায়লক্ষ্মী কাপ | লন টেনিস |
রাজকুমার কাপ | লন টেনিস |
রাজকুমারী কাপ | লন টেনিস |
বর্ধমান কাপ | ভার উত্তোলন |
রাইডার কাপ | গলফ |
কলম্বো কাপ | গলফ |
প্রিন্স অফ ওয়েলস কাপ | গলফ |
উইলিয়ামস কাপ | বাস্কেট বল |
ব্যাঙ্গালোর কাপ | বাস্কেট বল |
File Name: বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি ও কাপ.pdf
File Formet: PDF
Number Of Pages: 4
Good
উত্তরমুছুন