Breaking




মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ || Indian Union Territory (UT) List in Bengali

 ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ || Indian Union Territory (UT) List in Bengali PDF

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল


নমস্কার বন্ধুগন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এর এই পোস্টে ভারতের যে ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার গুরুত্বপূর্ন তথ্য দেওয়া হলো যেমন - কোন কেন্দ্রশাসিত অঞ্চল কবে আত্মপ্রকাশ পায় বা গঠিত হয়? রাজধানী কোথায় অবস্থিত ? প্রধান ভাষা কি রয়েছে ?  ক্ষুদ্রতম ও বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এবং আরো গুরুত্বপূর্ন তথ্য।

নিচে সাল হিসেবে পর্যায়ক্রমে কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকাটি দেওয়া রইলো।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ


কেন্দ্রশাসিত অঞ্চল আত্মপ্রকাশ রাজধানী
পুদুচেরি 1 নভেম্বর 1954 পুদুচেরি
আন্দামান ও নিকোবর 1 নভেম্বর 1956 প্লট ব্লেয়ার
দিল্লী 1 নভেম্বর 1956 দিল্লী 
লাক্ষাদ্বীপ 1 নভেম্বর 1956 কাভারক্তি
চন্ডিগড় 1 নভেম্বর 1966 চন্ডিগড়
জম্মু ও কাশ্মীর 31 অক্টোবর 2019 জম্মু (শীত কালীন)
শ্রীনগর (গ্রীষ্ম কালীন)
লাদাখ 31 অক্টোবর 2019 লে
দাদরা ও নগর হাভেলি
এবং দমন ও দিউ 
26 জানুয়ারি 2020 দমন

নিচের এর PDF টি দেওয়া রইলো


কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য 🔻


পুদুচেরি :

• পুদুচেরির পূর্ব নাম পন্ডিচেরি।

• পুদুচেরিতে বিধানসভা রয়েছে।


আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ :

• আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল।

• এর জনঘনত্ব সবচেয়ে কম।


দিল্লী :

• জনসংখ্যা সবচেয়ে বেশি।

• জনঘনত্ব সবচেয়ে বেশি।


লাক্ষাদ্বীপ :

• ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল।

• জনসংখ্যা সবচেয়ে কম।


চন্ডিগড়  :

• পাঞ্জাব ও হরিয়ানা এই রাজ্যের রাজধানী হল চন্ডিগড়।


জম্মু ও কাশ্মীর

• ভারতের ভূস্বর্গ বলা হয় জম্মু ও কাশ্মীরকে।

• বিধানসভা আছে।


লাদাখ :

• বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল।


দাদরা ও নগর হাভেলি বং দমন ও দিউ

• তফসিলি জাতির সংখ্যা সর্বনিম্ন 


File Details:
File Name: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন