ইতিহাসের 50+ গুরুত্বপূর্ন প্রশ্ন | History Questions Answers in Bengali PDF
নমস্কার বন্ধুগন, আজ এই পোস্টটির মাধ্যমে ইতিহাসের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF আকারে আপনাদের সাথে শেয়ার করা হল। সকল ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য ইতিহাস একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহসে দুর্বল হলে Competitive Exam পাস করা খুবই কষ্টকর। আজকের ইতিহাসের গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর গুলো ইতিহাস বিষয়ে আপনাকে পারদর্শী করতে সাহায্য করবে। PDF টি অবশ্যই সংগ্রহ করে নিন।
ইতিহাসের 50+ গুরুত্বপূর্ন প্রশ্ন | Importent History GK Questions
১. সম্রাট আকবরের কোন জায়গায়র বিজয়কে স্মরণ রাখার জন্য বুলান্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল ?
উঃ গুজরাট।
২. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় ?
উঃ ১৮১৭ সালে।
৩. কত সালে হিন্দু কলেজ প্রেসিডেন্স কলেজে পরিণত হয় ?
উঃ ১৮৫৫ সালে।
৪. শেষ মোঘল সম্রাট কে ছিলেন ?
উঃ দ্বিতীয় শাহা আলম।
৫. “গীতগোবিন্দের” - এর রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন ?
উঃ লক্ষণ সেন।
৬. মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন (১৯৩০) কোথায় শুরু করেন ?
উঃ সবরমতিতে।
৭. দিলির প্রাচীন নাম হল -
উঃ ইন্দ্রপ্রস্থ।
৮. সরাইঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?
উঃ মুঘল ও আসামের অহম রাজ্যের মধ্যে ১৬৭১ সালে সরাইঘাটের যুদ্ধ সংঘটিত হয়।
৯. ভগবান মহাবীরের উপদেশ গুলির সংকলন কি নামে পরিচিত?
উঃ আগাম সূত্র।
১০. ভারতের কোন রাজ্যে “একশিল রাজবাড়ী” -র ধ্বংসাবশেষ আছে?
উঃ নাগাল্যান্ড।
১১. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ সিমুক সাতবাহন।
১২. কুষান বংশ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কুজুল কদফিসেস।
১৩. কাকোরি ষড়যন্ত্র মামলায় কাকে কাকে ফাঁসি দেওয়া হয়?
উঃ রামপ্রসাদ বিসমিল ও আসফাকুল্লা খান।
১৪. ১৯৩০ সালে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?
উঃ মোহাম্মদ ইকবাল।
১৫. ঘাগরার যুদ্ধে মুঘল সম্রাট বাবর কাকে পরাজিত করে জয়লাভ করেন?
উঃ মাহমুদ লোদী।
পরবর্তী প্রশ্ন গুলো PDF টিতে পেয়ে যাবেন। তাই পিডিএফ টি ডাউনলোড করে নিন। পরবর্তী সময়ে অফলাইনে পড়তে সুবিধে হবে।
নিচে দেওয়া লিংক থেকে সম্পূর্ণ PDF টি Download করে নিন
File Name: History Questions Set 6.pdf
File Formet: PDF
Number Of Pages: 3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন