Breaking




শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

ভারতের বিভিন্ন নদ-নদীর উৎপত্তি ও পতনস্থল || Origin and confluence of rivers in India in Bengali

 ভারতের বিভিন্ন নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল PDF

ভারতের বিভিন্ন নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল


নমস্কার বন্ধুগন, ‘বিভিন্ন নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল’ -এর এই পোস্টটিতে ভারতের বিভিন্ন নদীর উৎপত্তিস্থল ও পতনস্থলের তালিকাটি সুন্দরভাবে গুছিয়ে দেওয়া রয়েছে। এই তালিকাটি তোমাদের বুঝতে ও মনেরাখতে খুবই সুবিধা হবে। সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ধরনের টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আগামী পরীক্ষার জন্য খুব ভালো ভাবে প্রস্তুতি নিন এবং এই প্রস্তুতিতে ‘বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল’ - এর পোস্টটি আপনাদের খুবই কাজে লাগবে। গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিস্তা নদী কোন নদীতে মিলিত হয়েছে? মহানদী কোথায় পতিত হয়েছে? - এই টপিকটি থেকে সাধারণত এই ধরনের প্রশ্ন এসে থাকে।

প্রয়োজনে ভারতের নদনদীর PDF টি সংগ্রহ করে নিন


বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল


নদী উৎপত্তি পতন / সঙ্গম স্থল
গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ বঙ্গোপসাগর
গোদাবরী ত্রিম্বক পর্বত বঙ্গোপসাগর
ব্রহ্মপুত্র চেমা যুং দুং হিমবাহ বঙ্গোপসাগর
কাবেরী ব্রহ্মগীরি শৃঙ্গ বঙ্গোপসাগর
কৃষ্ণা মহাবালেশ্বর শৃঙ্গ বঙ্গোপসাগর
মহানদী শিয়াওয়ারা উচ্চভূমি বঙ্গোপসাগর
সিন্ধু সিন কা কাব উষ্ণ প্রস্রবণ আরব সাগর
মাহি বিন্ধ পর্বত কম্বে উপসাগর
নর্মদা অমরকন্টক শৃঙ্গ কম্বে উপসাগর
তাপ্তি মহাদেব পর্বত কম্বে উপসাগর
জলঢাকা হিমালয় (সিকিম) ব্রহ্মপুত্র
তিস্তা পায়োহুনরি হিমবাহ ব্রহ্মপুত্র
ধানসিঁড়ি নাগা পাহাড় ব্রহ্মপুত্র
তুঙ্গভদ্রা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
ভীম পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
ঘাট প্রভা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
মুসী মেডাক জেলা কৃষ্ণা নদী
লুনী পুষ্কর উপত্যকা কচ্ছের রন
দামোদর খামার পাত শৃঙ্গ হুগলি নদী 
ময়ূরাক্ষী ট্রিকুট পাহাড় হুগলি নদী 
যমুনা যমুনেত্রী হিমবাহ
শতদ্রু রাক্ষসতাল হ্রদ সিন্ধুর উপনদী
বিপাশা রোটাং গিরিপথ শতদ্রু নদী
সবরমতি আরাবল্লী পর্বত ভাম্বাত উপসাগর
ঝিলম ভেরিনাগ পাহাড় চেনাব নদী

File Details:
File Name: ভারতের বিভিন্ন নদ নদীর উৎস ও পতনস্থল.pdf
File Formet: PDF
Number Of Pages: 2


কয়েকটি নমুনা প্রশ্ন 🔻 :

প্রশ্ন : গঙ্গা নদী কথা থেকে উতপত্তি লাভ করছে ?

উঃ গঙ্গোত্রী হিমবাহ থেকে।

প্রশ্ন : ঝিলাম নদী কোন নদীতে গিয়ে মিশেছে ?

উঃ চেনাব নদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন