ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত/ জনিত রোগ তালিকা PDF
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত রোগের তালিকা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তথ্য গুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপকারী। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত রোগের নাম থেকে বিভিন্ন Competitive Exam এ প্রশ্ন এসে থাকে। যেমন - পোলিও রোগটি কিসের কারণে হয় ? ম্যালেরিয়া ____ ঘঠিত/জনিত রোগ।
যেকোনো সময় অফলাইন এই টপিকটি পড়ার জন্য পিডিএফ টি ডাউনলোড করে নিন।
ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত কয়েকটি রোগের তালিকা
ভাইরাস ঘটিত রোগ | |
---|---|
পোলিও, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, রেবিস, হেপাটইটিস, এইডস (AIDS), হারপেস, ট্রেকোমা |
ব্যাকটেরিয়া ঘটিত রোগ | |
---|---|
কলেরা, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, কুষ্ঠ,টাইফয়েড, হুপিং কাশি, গনোরিয়া, সিফিলিস |
প্রোটোজোয়া ঘটিত রোগ | |
---|---|
ম্যালেরিয়া, কালাজ্বর, আমাশয়, ডায়ারিয়া |
File Details:
File Name: ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া জনিত রোগ.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া জনিত রোগ.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন