কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট | Kolkata Police Practice Set 2
নমস্কার বন্ধুগন, কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট এর এই পোস্টটিতে কলকাতা পুলিশ এর পরীক্ষার কমন যোগ্য ৫০ টি গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো থেকে আপনারা খুবই উপকৃত
নিম্নে Kolkata Police এর Practic Set এর PDF টি দেওয়া রইলো প্রয়োজনে সংগ্রহ করে নিন।
Kolkata Police Practic Set 2
১. পরাক্রমাঙ্ক উপাধি কে গ্রহণ করেন ?
a) সমুদ্র গুপ্ত
b) দ্বিতীয় চন্দ্র গুপ্ত
c) কণিষ্ক
d) স্কন্দ গুপ্ত
২. রাভি নদীর ঋগ্বেদিক নাম কি ?
a) পুরুষাণি
b) গোলাম
c) আসিকিনি
d) ভিপাস
৩. ঋগবেদ আবৃতিকারিদের কি বলা হতো ?
a) ত্রয়ী
b) সইনি
c) হোত্রী
d) বিতভোভ
৪. দাস ও সামন্ত প্রথার প্রচলন কোন যুগে শুরু হয় ?
a) লোদী যুগে
b) মোঘল যুগে
c) মৌর্য যুগে
d) গুপ্ত যুগে
৫. Prince of Pilgirms কাকে বলা হয় ?
a) ফা হিয়েন
b) হিউয়েন সাঙ
c) বানভট্ট
d) নাগা নন্দ
৬. পাঁচ মহল কে নির্মাণ করেন ?
a) ঔরঙ্গজেব
b) শাহজাহান
c) আকবর
d) বাবর
৭. জীবন্ত সাধু কাকে বলা হয় ?
a) জাহাঙ্গীর
b) ঔরঙ্গজেব
c) শাহজাহান
d) হুমায়ুন
৮. পঞ্চম শিখ গুরু অর্জুন কে কে হত্যা করেছিলেন ?
a) জাহাঙ্গীর
b) ঔরঙ্গজেব
c) শাহজাহান
d) বাবর
৯. মারাঠা জাতির চানক্য নামে কে পরিচিত ছিলেন ?
a) মহাত্মা গান্ধী
b) দাদা ভাই নৌরজি
c) ছত্রপতি শিবজি
d) নানা ফড়নবিশ
১০. ‘প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ বইটি কে লেখেন ?
a) লাল বাহাদুর শাস্ত্রী
b) ডঃ বি আর আম্বেদকর
c) মহাত্মা গান্ধী
d) দাদা ভাই নৌরজি
১১. ভারতের পূর্বতম রাজ্যের নাম কি ?
a) বিহার
b) অরুণাচলপ্রদেশ
c) উত্তর প্রদেশ
d) মধ্যপ্রদেশ
১২. প্রাচ্যের নন্দন কানন কাকে বলা হয় ?
a) দার্জিলিং
b) কলকাতা
c) কাশ্মীর
d) মুসৌরি
১৩. ইন্দ্রবতী ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত ?
a) কর্ণাটক
b) বিহার
c) ছত্তিশগড়
d) তামিলনাড়ু
১৪. ভারতের প্রথম অরণ্যনীতি গৃহীত হয় কত সালে ?
a) ১৮৯৪ সালে
b) ১৮৯৭ সালে
c) ১৯০৩ সালে
d) ১৯২১ সালে
১৫. ‘Mica Capital of India’ কাকে বলা হয় ?
a) বিশাখাপত্তনাম
b) ঝাড়খণ্ড
c) কোডার্মা
d) কোচিন
১৬. বিশাখাপত্তনম বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
a) তামিলনাড়ু
b) অরুণাচল প্রদেশ
c) অন্ধ্রপ্রদেশ
d) আসাম
১৭. পারমানবিক বিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
a) ছত্তিশগড়
b) রাজস্থান
c) তামিলনাড়ু
d) পশ্চিমবঙ্গ
১৮. ‘হাইটেক সিটি’ কাকে বলা হয় ?
a) ওড়িশা
b) কলকাতা
c) পুনে
d) হাইদ্রাবাদ
১৯. Human Development Index (HDI) এই তত্ত্বটির প্রবক্তা কে ?
a) কার্ল মার্ক্স
b) কেইনস
c) মেহবুব উল হক
d) অ্যাডামস্মিথ
২০. কার সভাপতিত্বে National Income Committee গঠিত হয় ?
a) অমর্ত্য কুমার সেন
b) প্রশান্ত চন্দ্র মহলানবীর
c) আর. সি. দত্ত
d) দাদা ভাই নৌরজি
২১. জেলার মুখ্য রাজস্ব কে আদায় করে ?
a) বিধায়ক
b) মুখ্যমন্ত্রী
c) রাজ্যপাল
d) জেলাশাসক
২২. ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ?
a) ভারতের অর্থ কমিশন
b) ভারতীয় স্টেট ব্যাঙ্ক
c) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
d) ওয়ার্ল্ড ব্যাঙ্ক
২৩. কেবিনেট মিশন কবে ভারতে এসেছিল ?
a) ১৯৪৫ সালের ২৮ মার্চ
b) ১৯৪৬ সালের ২৪ মার্চ
c) ১৯৪৭ সালের ২২ এপ্রিল
d) ১৯৪৮ সালের ১৩ জানুয়ারি
২৪. গণপরিষদের অ্যাডভাইজার কে ছিলেন ?
a) বি. এন. রাও
b) রাজেন্দ্র প্রসাদ
c) এম. এন রায়
d) সচ্চিদা নন্দ সিংহা
২৫. জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালী মহিলা সভাপতি কে ছিলেন ?
a) নেইলি সেনগুপ্তা
b) অন্বেষা চ্যাটার্জি
c) রজস্মিতা সেনগুপ্তা
d) অম্বিকা চক্রবর্তী
২৬. সংবিধান দিবস কবে পালিত হয় ?
a) ৩ নভেম্বর
b) ৭ নভেম্বর
c) ২৩ নভেম্বর
d) ২৬ নভেম্বর
২৭. কেলভিন কিসের একক ?
a) ভর
b) তাপমাত্রা
c) তাপ
d) চাপ
২৮. নিম্নের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন হয় ?
a) কলিচুন
b) লবণ
c) চিনি
d) গ্লুকোজ
২৯. ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ পরিমাপ করা হয় ?
a) তেল
b) দুধ
c) গ্যাস
d) জল
৩০. নিচের কোনটি তাপ পরিমাপের একক ?
a) ওয়াট
b) পাস্কাল
c) জুল
d) নিউটন
৩১. নিম্নের কোনটি তমার আকরিক ?
a) চ্যালকোলাইট
b) গ্যালেনা
c) সিন্নাবার
d) ক্যাসিটেরাইট
৩২. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?
a) আলু
b) মটরশুটি
c) জোয়ার
d) বাজরা
৩৩. নিম্নের কোনটি লুই পাস্তুর আবিষ্কার করেন ?
a) ইনসুলিন
b) জলাতঙ্ক টিকা
c) পেনিসিলিন
d) পোলিও ভ্যাকসিন
৩৪. প্রাকৃতিক নির্বাচন আইন এর প্রবক্তা কে ?
a) পেনিসিলিন
b) ডারউইন
c) মেন্ডেল
d) হ্যাল্ডেন
৩৫. তরুণের স্বপ্ন বইটির রচয়িতা কে ?
a) ভগৎসিং
b) রাসবিহারী বসু
c) অরবিন্দ ঘোষ
d) নেতাজি সুভাষচন্দ্র বসু
৩৬. পাণ্ডব গোয়েন্দা এর স্রষ্ঠা কে ?
a) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
b) সুনীল গঙ্গোপাধ্যায়
c) নারায়ণ গঙ্গোপাধ্যায়
d) অমরেন্দ্র চক্রবর্তী
৩৭. Train to Pakisthan এর রচয়িতা কে ?
a) মুকুন্দ দাস আনন্দ
b) আর. কে. নারায়ণ
c) খুশবন্ত সিং
d) দীপক চোপড়া
৩৮. ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ বইটির রচয়িতা কে ?
a) সরোজিনী নাইডু
b) মহাত্মা গান্ধী
c) বি. আর. আম্বেদকর
d) জওহর লাল নেহরু
৩৯. ইউনিসেফ (UNICEF) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
a) সিঙ্গাপুর
b) নিউ ইয়র্ক
c) ঢাকা
d) কলকাতা
৪০. সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
a) আহমেদাবাদ
b) কলকাতা
c) মুম্বাই
d) দিল্লি
৪১. বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালিত হয় ?
a) ১৩ আগস্ট
b) ২২ অক্টোবর
c) ১১ ডিসেম্বর
d) ১৫ আগস্ট
৪২. স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত ?
a) টেবিল টেনিস
b) ব্যাডমিন্টন
c) ক্রিকেট
d) ফুটবল
৪৩. পোঙ্গাল কোন রাজ্যের উৎসব ?
a) পশ্চিমবঙ্গ
b) অন্ধ্রপ্রদেশ
c) তামিলনাড়ু
d) পাঞ্জাব
৪৪. প্রথম অস্কার বিজয়ী ভারতীয় কে ?
a) যামিনী রায়
b) ভানু আথাইয়া
c) অমর্ত্য সেন
d) সত্যজিৎ রায়
৪৫. The Victory of Indrojit চিত্রটি কে অঙ্কন করেছেন ?
a) রবি ভার্মা
b) যামিনী রায়
c) নন্দলাল বসু
d) অমৃতা শেরগীল
৪৬. মুদ্রা রাক্ষস বইটি কার লেখা ?
a) বিশাখ দত্ত
b) বরাহ মিহির
c) হর্ষবর্ধন
d) জয়দেব
৪৭. iOS কোন স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ?
a) গুগল পিক্সেল
b) নোকিয়া
c) অ্যাপল আইফোন
d) ভিভো
৪৮. PDF এর সম্পূর্ণ অর্থ কোনটি ?
a) Portable Digital Form
b) Portable Digital Format
c) Portable Document Form
d) Portable Document Format
৪৯. RAM এর সম্পূর্ণ অর্থ কী ?
a) Real Access Memory
b) Read Access Memory
c) Random Access Memory
d) Red Access Memory
৫০. সফটওয়্যার কত প্রকার ?
a) ২ প্রকার
b) ৩ প্রকার
c) ৫ প্রকার
d) ৭ প্রকার
File Name: Kolkata Police Practice Set 2.pdf
File Formet: PDF
Number Of Pages: 7
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন