ভারতের বিভিন্ন মেলা ও উৎসবের তালিকা | Indian Famous Fair and Festivals List in Bengali PDF
নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের মেলা ও উৎসবের তালিকা Share করলাম, আসা করছি বিভিন্ন Competitive Exam এর প্রস্তুতিতে বিভিন্ন রাজ্যের মেলা ও উৎসবের তালিকাটি থেকে অনেক উপকৃত হবেন। এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন ভারতে কোন রাজ্যে কোন উৎসব বিখ্যাত বা প্রচলিত। এই টপিকটি থেকে প্রশ্ন আসে যেমন : বিহু কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ? চৌ নাচ ভারতের কোথায় প্রচলিত? ডান্ডি উৎসব কোন রাজ্যে পালন করা হয় ? ইত্যাদি।
মেলা ও উৎসবের তালিকা
মেলা/উৎসব | স্থান |
---|---|
ছট পূজা, করম উৎসব | বিহার |
পৌষ মেলা, কেন্দুলি মেলা, | বীরভূম |
বিহু, পরশুরাম মেলা, অক্ষতমীর মেলা | আসাম |
জাল্লিকাট্টু, পোঙ্গল | তামিলনাড়ু |
কনারক উৎসব, রথ যাত্রা | ওড়িশা |
ওনাম, বিশু, কুরম | কেরালা |
ঝাঁপান (সাপের খেলা), শিকার উৎসব | বাঁকুড়া |
কুম্ভ মেলা, রাম নবমী, রাম লীলা | উত্তরপ্রদেশ |
লুসাং, লোসার, চাইতা | সিকিম |
গঙ্গাপূজা, ডান্ডি দরবার, ঘুড়ি উৎসব, নবরাত্রি | ত্রিপুরা |
কুম্ভ মেলা, গণেশ চতুর্থী, চিকু উৎসব | মহারাষ্ট্র |
কুম্ভ মেলা, মরু উৎসব | রাজস্থান |
লোরি, টিউলিপ উৎসব, | জম্মু ও কাশ্মীর |
সাতোয়া, লহরী | পাঞ্জাব |
পোলানবখাই, হারেলী, কুম্ভ মেলা | ছত্তিশগড় |
ওয়াংগালা উৎসব | মেঘালয় |
জাগরা, হরিয়ালি, চম্বামিঞ্জর | হিমাচল প্রদেশ |
সিগমো, গোয়া কার্নিভাল, ঘুমট | গোয়া |
দীপাবলি, দুর্গাপূজা, নববর্ষ, দোল উৎসব / বসন্ত উৎসব, ভাইফোঁটা | পশ্চিমবঙ্গ |
নবমী, ব্রহ্মৎসব, | অন্ধ্রপ্রদেশ |
গৌরী, হম্পি, গণেশ চতুর্থী, কম্বালা | কর্ণাটক |
বিহু, কূট উৎসব, পরাগ | মনিপুর |
শালিমার | দিল্লি |
মিমকূট | মিজোরাম |
ঘুড়ি উৎসব, নবরাত্রি, হোলি | গুজরাট |
কুম্ভ মেলা, | উত্তরাখণ্ড |
পাখি উৎসব, হর্নবিল উৎসব | নাগাল্যান্ড |
চৌ নাচ | পুরুলিয়া |
জলপেস মেলা | জলপাইগুড়ি |
File Details:
File Name: বিভিন্ন রাজ্যের বিখ্যাত মেলা ও উৎসব.pdf
File Formet: PDF
Number Of Pages: 4
File Name: বিভিন্ন রাজ্যের বিখ্যাত মেলা ও উৎসব.pdf
File Formet: PDF
Number Of Pages: 4
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন