Breaking




রবিবার, ২০ নভেম্বর, ২০২২

বিভিন্ন মেলা ও উৎসবের তালিকা | Indian Famous Fair and Festivals List in Bengali PDF

 ভারতের বিভিন্ন মেলা ও উৎসবের তালিকা | Indian Famous Fair and Festivals List in Bengali PDF

ভারতের বিভিন্ন রাজ্যের মেলা ও উৎসব


নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের মেলা ও উৎসবের তালিকা Share করলাম, আসা করছি বিভিন্ন Competitive Exam এর প্রস্তুতিতে বিভিন্ন রাজ্যের মেলা ও উৎসবের তালিকাটি থেকে অনেক উপকৃত হবেন। এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন ভারতে কোন রাজ্যে কোন উৎসব বিখ্যাত বা প্রচলিত। এই টপিকটি থেকে প্রশ্ন আসে  যেমন : বিহু কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ? চৌ নাচ ভারতের কোথায় প্রচলিত? ডান্ডি উৎসব কোন রাজ্যে পালন করা হয় ? ইত্যাদি।


মেলা ও উৎসবের তালিকা 


মেলা/উৎসব স্থান
ছট পূজা, করম উৎসব বিহার
পৌষ মেলা, কেন্দুলি মেলা,  বীরভূম
বিহু, পরশুরাম মেলা, অক্ষতমীর মেলা আসাম
জাল্লিকাট্টু, পোঙ্গল তামিলনাড়ু
কনারক উৎসব, রথ যাত্রা ওড়িশা
ওনাম, বিশু, কুরম কেরালা
ঝাঁপান (সাপের খেলা), শিকার উৎসব বাঁকুড়া
কুম্ভ মেলা, রাম নবমী, রাম লীলা উত্তরপ্রদেশ
লুসাং, লোসার, চাইতা সিকিম
গঙ্গাপূজা, ডান্ডি দরবার, ঘুড়ি উৎসব, নবরাত্রি ত্রিপুরা
কুম্ভ মেলা, গণেশ চতুর্থী, চিকু উৎসব মহারাষ্ট্র
কুম্ভ মেলা, মরু উৎসব রাজস্থান 
লোরি, টিউলিপ উৎসব,  জম্মু ও কাশ্মীর
সাতোয়া, লহরী পাঞ্জাব
পোলানবখাই, হারেলী, কুম্ভ মেলা ছত্তিশগড়
ওয়াংগালা উৎসব মেঘালয়
জাগরা, হরিয়ালি, চম্বামিঞ্জর হিমাচল প্রদেশ
সিগমো, গোয়া কার্নিভাল, ঘুমট গোয়া 
দীপাবলি, দুর্গাপূজা, নববর্ষ, দোল উৎসব / বসন্ত উৎসব, ভাইফোঁটা পশ্চিমবঙ্গ
নবমী, ব্রহ্মৎসব,  অন্ধ্রপ্রদেশ
গৌরী, হম্পি, গণেশ চতুর্থী, কম্বালা কর্ণাটক
বিহু, কূট উৎসব, পরাগ মনিপুর
শালিমার দিল্লি
মিমকূট মিজোরাম 
ঘুড়ি উৎসব, নবরাত্রি, হোলি গুজরাট 
কুম্ভ মেলা,  উত্তরাখণ্ড 
পাখি উৎসব, হর্নবিল উৎসব নাগাল্যান্ড 
চৌ নাচ পুরুলিয়া
জলপেস মেলা জলপাইগুড়ি 

File Details:
File Name: বিভিন্ন রাজ্যের বিখ্যাত মেলা ও উৎসব.pdf
File Formet: PDF
Number Of Pages: 4

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন