কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট ১ | GK Practice Set for Kolkata Police in Bengali
নমস্কার বন্ধুগন, তোমরা জানো যে সামনেই কলকাতা পুলিশ এর পরীক্ষা রয়েছে তাই কলকাতা পুলিশ এর পরীক্ষাকে মাথায় রেখে আজকের এই প্রাকটিস সেট টি তৈরি করা হয়েছে। এই পোস্টটিতে পেয়ে যাবেন Importent Questions Set প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য। আমি আশা করছি এই প্রাকটিস সেট টি থেকে আপনারা অনেক উপকৃত হবেন।
Kolkata Police এর Practice Set এর PDF টি নিচে পেয়ে যাবেন, প্রাকটিস সেট এর পিডিএফ টি অবশ্যই সংগ্রহ করে নিন।
১. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?
a) দ্বিতীয় সাহা আলম
b) ঔরঙ্গজেব
c) দ্বিতীয় বাহাদুর শাহ
d) দ্বিতীয় আকবর শাহ
২. শের ই বেঙ্গল কাকে বলা হয় ?
a) হাজী মোহাম্মদ মহসিন
b) নবাব সেলিমুল্লাহ
c) মৌলানা আবুল কালাম আজাদ
d) ফজলুল হক
৩. পরবর্তী বৈদিক যুগের বৈশিষ্ট্য কী ছিল ?
a) বর্ণ ব্যাবস্থা
b) জাতি প্রথা
c) উপজাতীয় সাম্রাজ্য
d) খাদ্য সংগ্রহের অনুশীলন
৪. কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিল ?
a) মহম্মদ শাহ
b) ফরুকশিয়ার
c) বাবর
d) ঔরঙ্গজেব
৫. পূরন্দরের সন্ধি কবে সাক্ষরিত হয়?
a) 1738 সালে
b) 1776 সালে
c) 1756 সাল
d) 1788 সালে
৬. ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় ?
a) নানা ফড়ণবীশ
b) রাজা রামমোহন রায়
c) ডিরোজিও
d) উপরের কেউ না
৭. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ?
a) উলিয়াম জোন্স
b) ডিরোজিও
c) রাজা রামমোহন রায়
d) ডেভিড হেয়ার
৮. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন ?
a) স্বামী দয়ানন্দ সরস্বতী
b) রাজা রামমোহন রায়
c) ডিরোজিও
d) স্বামী বিবেকানন্দ
৯. ভারতের রুশো কাকে বলা হয় ?
a) ডেভিড হেয়ার
b) স্বামী বিবেকানন্দ
c) নানা ফড়ণবীশ
d) রাজা রামমোহন রায়
১০. ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা কে ?
a) জন মরলে
b) এডউইন মন্টাগু
c) অ্যালান অক্টাভিয়ান হিউম
d) উপরের কোনোটিই নয়
১১. ভারতের উত্তরতম স্থানের নাম কি ?
a) কিবিথু
b) ইন্দিরা পয়েন্ট
c) ইন্দিরাকল
d) গুহার মোটর
১২. Heart of India বা ভারতের হৃদয় কাকে বলা হয় ?
a) কর্ণাটক
b) রাজস্থান
c) উত্তরপ্রদেশ
d) মধ্যপ্রদেশ
১৩. ভারতের সর্বোচ্চ মালভূমি নাম কি ?
a) ছোটনাগপুর
b) লাদাখ
c) পামির
d) বাঘেলখণ্ড
১৪. হিরাকুন্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
a) গঙ্গা
b) মহানদী
c) যমুনা
d) কংসাবতী
১৫. কোন নদীর ব দ্বীপকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় ?
a) কাবেরী
b) গঙ্গা
c) যমুনা
d) ভাগীরথী
১৬. কাঁকড়া পাড়া পারমানবিক কেন্দ্র কোন শহরের কাছে অবস্থিত ?
a) চেন্নাই
b) মুম্বাই
c) সুরাট
d) তামিলনাড়ু
১৭. আরবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
a) মহেন্দ্রগীরি
b) অমরকণ্টক
c) ধুপগড়
d) গুরুসিখর
১৮. ওড়িশা রাজ্যে অবস্থিত তালচের কিসের জন্য বিখ্যাত ?
a) কয়লাখনি
b) পরমানাবিক শক্তি
c) তৈল শোধনাগার
d) সার কারখানা
১৯. আরশোলার হৃৎপিন্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে ?
a) ৯ টি
b) ১৫ টি
c) ১২ টি
d) ১৩ টি
২০. পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলা হয় ?
a) নিউটন সংখ্যা
b) প্রোটন সংখ্যা
c) ভর সংখ্যা
d) ইলেকট্রন সংখ্যা
২১. ক্ষরিত পদার্থের ভান্ডার কাকে বলা হয় ?
a) গলগীবডি
b) রাইবোজম
c) লাইসোজম
d) জালিকা
২২. ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
a) টোকোফেরল
b) থিয়ামিন
c) অ্যাসকরবিক অ্যাসিড
d) নিয়াসিন
২৩. কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিওম্যালেশিয়া রোগ দেখা যায় ?
a) ভিটামিন A
b) ভিটামিন B
c) ভিটামিন C
d) ভিটামিন D
২৪.নিম্নের কোনটি স্বভোজী নয় ?
a) ছত্রাক
b) সবুজ উদ্ভিদ
c) শৈবাল
d) ফার্ন
২৫. পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন ?
a) অ্যান্ডার্স সেলসিয়াস
b) আইজ্যাক নিউটন
c) গ্যাবিয়াল ফারেনহাইট
d) জেমস ওয়াট
২৬. নিম্নের কোনটি সবচেয়ে হালকা ?
a) ইলেকট্রন
b) প্রোটন
c) নিউট্রন
d) A ও B সঠিক
২৭. নিম্নের কে খসড়া সমিতির চেয়ারম্যান ছিলেন ?
a) জহরলাল নেহেরু
b) কে এম মুন্সী
c) ডঃ বি আর আম্বেদকর
d) জে বি কৃপালিনি
২৮. “মৌলিক অধিকার” এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে নেওয়া হয়েছে ?
a) কানাডা
b) মার্কিন যুক্তরাষ্ট্র
c) ইংল্যান্ড
d) জাপান
২৯. বর্তমানে ভারতবর্ষে মোট কয়টি হাইকোর্ট রয়েছে ?
a) ২৫ টি
b) ২৭ টি
c) ৩২ টি
d) ৩৫ টি
৩০. কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ?
a) ১৮৫৪ সালে
b) ১৮৬২ সালে
c) ১৮৭৮ সালে
d) ১৮৮২ সালে
৩১. ‘ওয়েলথ অফ নেশন’ গ্রন্থটি কার লেখা ?
a) অক্টাভিয়ান হিউম
b) অ্যাডাম স্মিথ
c) জে. বি. কৃপলিনি
d) উপরের কেউ না
৩২. ভারতের কোন রাজ্যে রাজস্ব বা Tex আদায়ের পরিমাণ সবচেয়ে বেশি ?
a) অন্ধ্রপ্রদেশ
b) তামিলনাড়ু
c) মধ্যপ্রদেশ
d) মহারাষ্ট্র
৩৩. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
a) ওয়াশিংটন ডিসি
b) লন্ডন
c) নিউ ইয়র্ক
d) প্যারিস
৩৪. ভারতে যোজনা গঠিত হয় কত সালে ?
a) ১৯৪৫ সালে
b) ১৯৪৬ সালে
c) ১৯৫০ সালে
d) ১৯৫২ সালে
৩৫. কালকুট কার ছদ্মনাম ?
a) বিমল ঘোষ
b) সত্যেন্দ্রনাথ দত্ত
c) বিনয় ঘোষ
d) সমরেশ বস
৩৬. টেনিদা চরিত্রটির স্রষ্ঠা কে ?
a) সুনীল গঙ্গোপাধ্যায়
b) নারায়ণ গঙ্গোপাধ্যায়
c) সত্যজিৎ রায়
d) রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭. বিখ্যাত গায়ক দিলীপ কুমারের আসল নাম কি ?
a) ইউসুফ খান
b) আভাস কুমার
c) অরুণ কুমার চট্টোপাধ্যায়
d) রবি কাপুর
৩৮. ‘কপালকুণ্ডলা’ -র রচয়িতা কে ?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) মহাশ্বেতা দেবী
d) মানিক বন্দ্যোপাধ্যায়
৩৯. অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
a) বিজ্ঞান
b) সাহিত্য
c) খেলাধুলা
d) সিনেমা
৪০. ‘চেকমেট’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
a) পোলো
b) ভলি
c) টেবিল টেনিস
d) দাবা
৪১. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
a) কৃষ্ণ কুমার মিত্র
b) বালগঙ্গাধর তিলক
c) ভূপেন্দ্রনাথ দত্ত
d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৪২. ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয় ?
a) ২ অক্টোবর
b) ৬ অক্টোবর
c) ৮ অক্টোবর
d) ১৮ অক্টোবর
৪৩. ‘ডার্ক ওয়েব’ নিম্নলিখিত কোন ব্রাউজার থেকে এক্সেস করা যায় ?
a) ক্রোম ব্রাউজার
b) টর ব্রাউজার
c) অপেরা ব্রাউজার
d) উপরের কোনোটিই নয়
৪৪. AI এর সম্পূর্ণ অর্থ কী ?
a) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
b) আর্টিফিশিয়াল ইন্টারনেট
c) আর্টিকেল ইন্টেলিজেন্স
d) এক্টিভ ইন্টেলিজেন্স
৪৫. CUT এর শর্টকাট KEY কোনটি ?
a) Ctrl+T
b) Ctrl+X
c) Ctrl+V
d) Ctrl+C
৪৬. কম্পিউটারের প্রথম ভাষা কোনটি ?
a) COBOL
b) FORTRAN
c) C+
d) Java
৪৭. কথাকলি নৃত্যের জন্মস্থান কোথায় ?
a) কেরালা
b) অন্ধ্রপ্রদেশ
c) উড়িষ্যা
d) মনিপুর
৪৮. মোহিনীঅট্টম কোন রাজ্যের লোকনৃত্য ?
a) ওড়িশা
b) মনিপুর
c) পশ্চিমবঙ্গ
d) কেরালা
৪৯. বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ?
a) তবলা
b) সেতার
c) সানাই
d) বাঁশি
৫০. সি. ভি. চন্দ্রশেখর কোন নৃত্যের সাথে জড়িত ?
a) মণিপুরি
b) ভারত নাট্যম
c) কুচিপুড়ি
d) ওড়িশি
File Name: Kolkata Police Practice Set 1.pdf
File Formet: PDF
Number Of Pages: 7
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন