বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর | International Organization Headquarters List PDF
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত তা সুন্দরভাবে তালিকার মাধ্যমে দেওয়া হলো। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? ইত্যাদি এই ধরনের প্রশ্ন সাধারণত সরকারি চাকরির পরীক্ষা গুলোতে এসে থাকে যেগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই পোস্টটি খুবই সাহায্য করবে। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার PDF টি সংগ্রহ করে নিবেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
সংস্থা | সদর দপ্তর |
---|---|
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) | জেনেভা, সুইজারল্যান্ড |
ইউনেস্কো (UNESCO) | প্যারিস, ফ্রান্স |
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) | ব্রাসেলস, বেলজিয়াম |
ইন্টারন্যাশানাল মনিটর ফান্ড (IMF) | ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট |
ওয়ার্ল্ড ব্যাংক | ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট |
অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোটিং কান্ট্রিস (OPEC) | ভিয়েনা, অস্ট্রেলিয়া |
সার্ক (SAARC) | কাঠমান্ডু, নেপাল |
জাতিসংঘ (UNO) | নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট |
ফিফা (FIFA) | জুরিখ, সুইজারল্যান্ড |
ICC | দুবাই, ইউনাইটেড আরব |
কমনওয়েলথ গেমস | লন্ডন, ইউনাইটেড কিংডম |
রেড ক্রস | জেনেভা, সুইজারল্যান্ড |
ইন্টারন্যাশানাল মেরিটাইম অর্গানাইজেশন (IMO) | লন্ডন, ইউনাইটেড কিংডম |
ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) | রোম, ইতালি |
ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল (UNSC) | নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট |
ইন্টারন্যাশানাল লেবার অর্গানাইজেশন (ILO) | জেনেভা, সুইজারল্যান্ড |
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) | জেনেভা, সুইজারল্যান্ড |
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) | জেনেভা, সুইজারল্যান্ড |
অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (ASEAN) | জাকার্তা, ইন্দোনেশিয়া |
এশিয়া- প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) | কুইনস টাউন, সিঙ্গাপুর |
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) | নিউইয়র্ক, ইউনাইটেড স্টেট |
ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন (WMO) | জেনেভা, সুইজারল্যান্ড |
অর্গানাইজেশন ফর দা ফরবিটেশন অফ কেমিকাল ওয়েপন্স (OPCW) | হেগ, নেদারল্যান্ড |
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি | লুসান, সুইজারল্যান্ড |
রামসার | গ্ল্যান্ড, সুইজারল্যান্ড |
File Details:
File Name: বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর.pdf
File Formet: PDF
Number Of Pages: 3
File Name: বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর.pdf
File Formet: PDF
Number Of Pages: 3
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন