বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি ও গমন অঙ্গ PDF তালিকা
আজকের এই পোস্টটির মাধ্যমে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতিকে কি বলে যেমন :- হাইড্রা, কেঁচো, জোঁক ইত্যাদির গমন পদ্ধতি ও গমন অঙ্গের নাম কি ? তার তালিকা সুন্দরভাবে দেওয়া হল। এই তালিকাটি আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন আসে :- হাইড্রা - র গমন অঙ্গের নাম কি ?, ইউগ্লিনার গমন পদ্ধতিকে কি বলা হয় ?, কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি ও গমন অঙ্গ
প্রাণী | গমন পদ্ধতি | গমন অঙ্গ |
---|---|---|
হাইড্রা | লুপিং, সুইমিং, সামারসল্টিং | কর্ষিকা |
কেঁচো | ক্রিপিং | সিটা বা সিটি |
জোঁক | লুপিং | চোষক অঙ্গ |
চিংড়ি | সুইমিং | প্লিওপড |
মাছ | সুইমিং | পাখনা, মায়াটোম পেশি, পটকা |
ব্যাঙ | লিপিং,ক্রলিং সুইমিং | পা |
অ্যামিবা, এ্যান্টামিবা | অ্যামিবয়েড গতি | ক্ষণপদ |
ইউগ্লিনা, নকটিউলিকা, ট্রাইপ্যানোসোমা | ফ্ল্যাজেলীয় গতি | ফ্ল্যাজেলা |
তিমি | সুইমিং | পুচ্ছ ও ফ্লিপার |
শামুক, ঝিনুক | স্লিপিং | মাংসল পদ |
প্যারামিসিয়াম | সিলিয়ারী গমন | সিলিয়া |
আরশোলা | ফ্লাইং ও ওয়ার্কিং | তিনজোড়া পা ও দুইজোড়া ডানা |
তারামাছ | লুপিং | টিউব ফীটি |
File Details:
File Name: প্রাণীর গমন পদ্ধতি ও গমন অঙ্গ.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
File Name: প্রাণীর গমন পদ্ধতি ও গমন অঙ্গ.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন