Breaking




শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF

ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF | List of various hydroelectric power Plant in India

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র


নমস্কার বন্ধুগন

                       আজ এই পোস্টটির মাধ্যমে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রগুলি কোথায় অবস্থিত তার তালিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম। সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। ভাখরা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?, তেহরি জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?, হিরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত ? - এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। এইধরনের জলবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।


ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা


জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থান নদী
তেহারি জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরাখণ্ড ভাগীরথী
লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র মনিপুর লেইমটাক
শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক কাবেরী
হিরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র উড়িষ্যা  মহানদী
ভাখরা জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচালপ্রদেশ সতদ্রু
নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা
শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক শরাবতী
বানসাগর জলবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশ শোন
সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ড সুবর্ণরেখা
যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ যমুনা
কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ু কুন্দা
রংটং জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচালপ্রাদেশ স্পিতি
উকাই জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাট তাপ্তি
টাটা জলবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্র খোপিলি ও নিলামূল্য
সালাল জলবিদ্যুৎ কেন্দ্র জম্মু - কাশ্মীর চেনাব
রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ রহিন্দা
কপিলি জলবিদ্যুৎ কেন্দ্র আসাম উমং
ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশ নর্মদা
কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্র কয়না
বালিমেলা জলবিদ্যুৎ কেন্দ্র উড়িষ্যা সিলেরু
কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাট মাহি
সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাট নর্মদা
খাবা জলবিদ্যুৎ কেন্দ্র হিমাচালপ্রদেশ বিপাশা
কালিনদী জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক কালিনদী
কাদান জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাট মাহি
পিপলকাটি জলবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ অলকানন্দা



File Details:
File Name: ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র.pdf
File Formet: PDF
Number Of Pages: 3

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন