Breaking




মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

বিভিন্ন খেলার মাঠের নাম তালিকা PDF || কোন খেলার মাঠকে কি বলা হয় ?

 বিভিন্ন খেলার মাঠের নাম তালিকা PDF | Different Sports Playgrounds Name in Bengali PDF

বিভিন্ন খেলার মাঠের নাম


নমস্কার বন্ধুগন, আজকের এই খেলার মাঠের নামের তালিকা পোস্টটিতে আমরা জানবো বিভিন্ন খেলার মাঠকে কি বলা হয় বা বিভিন্ন খেলার মাঠ কি নামে পরিচিত। গলফ খেলার মাঠ কে কি বলা হয় ?, কোন খেলার মাঠকে ডায়মন্ড বলা হয় ?, বক্সিং খেলার জায়গা কে কি বলা হয় ?, কোন খেলার মাঠ কোর্ট নামে পরিচিত ? - এই ধরনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই পোস্টটিতে। আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এর PDF টি Download করে রাখুন।


বিভিন্ন খেলা ও খেলার মাঠের নাম তালিকা


খেলার নাম মাঠের নাম
বক্সিং, রেসলিং, স্কেটিং রিং
লন টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল কোর্ট
ফুটবল, হকি ফিল্ড
বেসবল ডায়মন্ড
আইস হকি রিঙ্ক
গলফ কোর্স, লিঙ্ক
ক্রিকেট ফিল্ড, পিচ (দুই উইকেটের মধ্যবর্তী স্থান)
অ্যাথলেটিস ট্র্যাক
পোলো  এরেনা
টেবিল টেনিস বোর্ড
সাঁতার পুল
ক্যারাটা, জুডো ম্যাট
সাইকেলিং ভেলোড্রোম
শ্যুটিং, তীরন্দাজী ব্রোঞ্জ

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 🔻

১. জুডো ও ক্যারাটা খেলার মাঠ কে কি বলা হয়?
👉🏻 ম্যাট।
২. কোন খেলার মাঠকে রিং বলা হয় ?
👉🏻 বক্সিং, স্কেটিং, রেসলিং
৩. কোন খেলার মাঠ কোর্ট নামে পরিচিত ?
👉🏻 লন টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল ইত্যাদি খেলার মাঠেকে কোর্ট বলে।
৪. তীরন্দাজ এর স্থানটিকে কি বলে ?
👉🏻 ভেলোড্রোম
৫. পোলো খেলা হয় যে মাঠে তাকে কি বলে ?
👉🏻 এরেনা
File Details:
File Name: বিভিন্ন খেলার মাঠের নাম.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন