Breaking




বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ও মহানায়াক পুরস্কার প্রাপক তালিকা ২০২২ | Banga Bibhusan, Banga Bhusan, Mahanayak Award 2022 List PDF

বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ও মহানায়াক পুরস্কার প্রাপক তালিকা ২০২২ | Banga Bibhushan, Banga Bhushan, Mahanayak Award 2022 List PDF

বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ও মহনায়াক পুরস্কার তালিকা pdf

নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে ২০২২ এ বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ও মহানায়াক পুরস্কার প্রাপকের তালিকা সুন্দর ভাবে নিচে দেওয়া হল। সম্পূর্ণ তালিকাটি দেখে নিন। আজকের এই পোস্টটিতে দেওয়া তথ্য গুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও কুইজ কম্পিটিশনে কাজে লাগবে।


২০২২ সালে কত জনকে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ ও মহানায়ক পুরস্কার দেওয়া হয় ?

➠ ২০২২ সালের ২৫ই জুলাই ১৭ জনকে বঙ্গবিভূষণ, ২০ জনকে বঙ্গভূষণ এবং ২ জনকে মহানায়ক পুরস্কার, মোট মিলিয়ে ৩৯ জনকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার প্রদান করেছেন।


১৭ জন বঙ্গবিভূষণ প্রাপকগণের নাম তালিকা


বঙ্গবিভূষন প্রাপক ২০২২
প্রফেসর অভিজিৎ বিনায়ক চ্যাটার্জী
অনিন্দ্য চ্যাটার্জী
প্রফেসর বিকাশ সিনহা
জাতির্ময় ভট্টাচারিয়া
রাধেশ্যাম গোয়েনকা
হর্ষবর্ধন নিয়তিয়া
কুমার সানু
বাসুদেব বন্দ্যোপাধ্যায়
দেবজ্যোতি বসু
আবুল বাসার
অভিজিৎ ভট্টাচার্য
অশোক দাশগুপ্ত
দেবশঙ্কর হালদার
কৌশিক বসু
ইস্ট বেঙ্গল ক্লাব
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
মহামেডান স্পোর্টিং ক্লাব


২০ জন বঙ্গভূষণ প্রাপকগণের নাম তালিকা

বঙ্গভূষণ পুরস্কার প্রাপক ২০২২
রুদ্র চ্যাটার্জি
ডঃ যোগীরাজ রায়
ডঃ মনিময় ব্যানার্জি
শ্রীজাত বন্দোপধ্যায়
রবিলাল টুডু
মনোরঞ্জন ব্যাপারী
ভারত ছেত্রী
জিৎ গাঙ্গুলী
শ্রীজিৎ মুখার্জি
প্রফেসর মহেনন্দ্রনাথ রায়
জয়ন্ত ঘোষাল
কৌশিকী চক্রবর্তী
ঋদ্ধিমান সাহা
ঋতুপর্ণা সেনগুপ্ত
দীপক অধিকারী
ইন্দ্রানী হালদার
দেবাশিস ভট্টাচার্য্য
ইমান চক্রবর্তী
লীনা গাঙ্গুলী
জুন মালিয়া


২ জন মহানায়ক প্রাপকগণের নাম তালিকা

মহানায়ক পুরস্কার প্রাপক ২০২২
নুসরাত জাহান
সোহম চক্রবর্তী


পুরস্কার বিজয়ীদের তালিকা PDF টি ডাউনলোড করুন

আরও পড়ুন...

File Details:
File Name: বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ও মহানায়াক পুরস্কার প্রাপকের তালিকা ২০২২.pdf
File Formet: PDF
Number Of Pages: 4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন