WBCS Prelims Question Paper 2022 with Answer Key | WBCS প্রিলিমনারি প্রশ্নপত্র ও উত্তর
নমস্কার, এই পোস্টটিতে 19 জুন 2022 (রবিবার) -এ হওয়া WBCS Prelims 2022 এর প্রশ্নপত্রটি উত্তরসহ আপনাদের সামনে শেয়ার করা হল। আপনারা যাঁরা WBCS Prelims 2022 এর পরীক্ষাটি দিয়েছেন তাঁরা প্রশ্নপত্রের উত্তর গুলি মিলিয়ে নিন এবং যাঁরা আগামী দিনে WBCS পরীক্ষা দিবেন তাঁরা প্রশ্নপত্র টি দেখে নিন এর থেকে ধারণা পেয়ে যাবেন কেমন ধরনের প্রশ্ন WBCS Prelims পরীক্ষায় আসে।
পরীক্ষার নাম | WBCS Preliminary 2022 |
পরীক্ষার তারিখ | 19.06.2022 (12pm) |
প্রশ্ন সংখ্যা | 200 টি |
মোট নম্বর | 200 |
পরীক্ষার সময় | 2 ঘন্টা 30 মিনিট |
নেগেটিভ মার্ক | ⅓ |
WBCS Prelims Question Paper 2022
Set - B
26. হার্ট পেসমেকারে কোন তেজষ্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় ?
উঃ প্লুটোনিয়াম।
27. প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয় ?
উঃ 14/6 C
28. ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBIDC) স্থাপিত হয় –
উঃ 1967
29. Phytopthora palmivora হল একপ্রকার –
উঃ
30. acme : mace : : alga : ?
উঃ gala
32. UPSC - র বর্তমান চেয়ারম্যান কে ?
উঃ মনোজ সোনী।
33. আত্ম সম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় –
উঃ পেরিয়ার ই. ভি. রামস্বামী নাইকারের দ্বারা
34. চাঁদ বিবি দক্ষিণাত্যে কোন সুলতানের শাসক ছিলেন ?
উঃ আহমেদনগর
35. বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় –
উঃ 32°F
36. 2022 অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটি ?
উঃ আফগানিস্তান।
37. ভারতমাতা চিত্র টি কে অঙ্কন করেন ?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
38. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মনিপুর।
39. নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে দেশীয় মুদ্রাযন্ত্র আইন বাতিল করেন ?
উঃ লর্ড রিপন।
40. বর্তমানে কে এয়ার ইন্ডিয়া - র CEO এবং MD নিযুক্ত ছিলেন ?
উঃ ক্যাম্পবেল উইলসন।
41. ‘ELISA’ টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় তা হল –
উঃ AIDS অন্টিবডি
42. একটি পরিবারে A,B,C,D,E,F এই 6 জন সদস্য
উঃ 3
43. নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে ?
উঃ জম্মু ও কাশ্মীর
44. P হল Q এর স্ত্রী এবং R এর মা....
উঃ R,T এর ভাই।
45. ভারতীয় রিজার্ভ ব্যাংকের সালটি হল -
উঃ ১৯৩৫ সালে।
47. ছয়জনে থেকে দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড় সঙ্গে কেবল মাত্র একবার খেলতে পারে ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে ?
উঃ 15
49. বর্তমানে ভারতের চিফ অফ আর্মি স্টাফ কে ?
উঃ জেনারেল মনোজ পান্ডে।
50. কেরালার ‘পীট’ মৃত্তিকা কি নামে পরিচিত ?
উঃ কারি।
51. 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে ?
উঃ
52. হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত এর মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীনতম ?
উঃ হিমাদ্রি পর্বতশ্রেণী।
53. সত্যজিৎ রায়ের ____ তম জন্মবার্ষিকী এই বছর (2022) উদযাপন করা হচ্ছে।
উঃ 101 তম
54. বঙ্গভঙ্গের সময় রাখীবন্ধন উৎসব এর আহ্বান করেন কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
55. বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ?
উঃ রাজীব কুমার
58. T 20 ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় 10,000 রান করেছেন ?
উঃ রোহিত শর্মা
60. ‘ভারতীয় সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় পুরোপুরি এককেন্দ্রিক ও নয় কিন্তু এটা হল উভয়ের সমন্বয়’ — কথাটি কে বলেছেন ?
উঃ ডি ডি বসু
61. শ্রেণীটি পূরণ করুন
ACE, FGH, ? , PON
উঃ KKK
62. অরবিন্দ ঘোষ কাকে ‘the profit of a great political Creed’ বলে সম্মানিত করেছেন ?
উঃ
63. নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন ?
উঃ স্যালভিনিয়া
64. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক ?
উঃ কর্পোরেশনের কর।
66. কোন রাজ্যটি ‘Molasis basin’ নামে পরিচিত ?
উঃ মিজোরাম
68. লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত
উঃ Andhra Pradesh
69. কে হুমায়ুননামা রচয়িতা ছিলেন ?
উঃ গুলবদন বেগম
70. নিম্নলিখিত ভারতীয় ব্যক্তিদের মধ্যে কোন কুস্তিগীর 2022 এ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এককভাবে স্বর্ণপদক লাভ করেছেন ?
উঃ রবি কুমার দহিয়া
72. কোন নাগরিককে লোকসভার সদস্য হতে হলে অত্যন্ত কত বছর বয়স্ক হতে হবে ?
উঃ 25
73. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একক ‘কুরি’ ?
উঃ তেজস্ক্রিয়তা
প্রশ্নপত্রটি Download করুন....
WBCS Prelims Question Paper টি Download করার জন্য এখানে ক্লিক করুন 👇🏼
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন