কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তালিকা PDF | List who is Associated with Musical Instrument in Bengali
নমস্কার বন্ধুগন, ‘কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত’ - এই পোস্টটিতে বিভিন্ন সঙ্গীত শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তার তালিকাটি সুন্দর ভাবে দেওয়া রইলো। আপনারা চাইলে এর PDF টি সংগ্রহ করে নিতে পারেন। কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগতামূলক পরীক্ষায় প্রশ্ন প্রায়ই আসে।
কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই টপিকটি থেকে কেমন ধরনের প্রশ্ন আসে জেনে রাখুন : -
প্র:- আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ?
প্র:- সম্প্রতি প্রয়াত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ছিলেন ?
এই ধরনের প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাবেন। তাই সরকারি চাকরির পরীক্ষার জন্য বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাক্তিগণদের নাম খুব ভালো ভাবে মনে রাখতে হবে।
বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাক্তিগণ
বাহাদুর খান, আলী আকবর খান, আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, আমান আলি বাঙ্গাস, শরণ রানি, জরিন এস. শর্মা।
আলী আহমদ হোসেন, আবিদ হোসেন, বিসমিল্লা খান, দয়া শংকর জগন্নাথ।
ওস্তাদ বিন্দু খান, রাম নারায়ন, দাবড়ি খান।
শিবকুমার শর্মা, ভোজন সাপোড়ি।
নিখিল ব্যানার্জি, উমাশঙ্কর মিশ্র, পণ্ডিত রবিশঙ্কর, মতিলাল নাগ, বুধাদিত্য মুখার্জি, বিলায়েত খান, জাফর খান।
বিক্রম ঘোষ, শ্যামল বোস, কুমার বোস, ওস্তাদ জাকির হোসেন, ওস্তাদ আল্লারাখা খান।
রঘুনাথ শেঠ, এন রামানি, হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, রাজেন্দ্র কুলকার্নি।
রঘুনাথ শেঠ, এন রামানি, হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, রাজেন্দ্র কুলকার্নি। আসাদ আলী খাঁ, মহিদ্দুন ডাগর, এস. বালাচন্দন।
জ্ঞানপ্রকাশ ঘোষ।
এল. বারে মিনিয়াম, টি. এল. কৃষ্ণাণ, ডঃ এন রাজন।
মিন্টো মুন্সি, আত্মান স্বামী।
সুনীল গাঙ্গুলী, বিশ্বমোহন ভাট, বরুণ পাল, ব্রজভূষণ কোবরা।
গুদুক্কোতাই দক্ষিণামূর্তি পিল্লাই।
গোপাল দাস পানসে, ছাত্রপতি সিং।
রণধীর রায়।
ভেল্লার জি রামভদ্রন, উষাযালপুরম কে শিব রমন।
রাজারত্মম পিল্লাই, নীরুস্বামী পিল্লাসি, শেখ চিন্না মৌলা।
File Name: Associated with Musical Instrument in Bengali.pdf
File Formet: PDF
Number Of Pages: 02
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন