Breaking




বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ভারতের বিভিন্ন কয়লাখনির অবস্থানের তালিকা PDF

 ভারতের বিভিন্ন কয়লাখনির অবস্থানের তালিকা PDF | কোন কয়লাখনি কততম স্থান অধিকার করেছে | কয়লাখনি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

ভারতের গুরুত্বপূর্ণ কয়লাখনি তালিকা

নমস্কার বন্ধুগন, এই পোস্টটির দ্বারা ভারতের কয়লাখনির অবস্থান আপনাদের সাথে শেয়ার করলাম। ভারতের বিভিন্ন কয়লাখনি কোথায় অবস্থিত ? এবং কয়লাখনি সম্বন্ধে বিভিন্ন তথ্য যেমন:- পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনির নাম কি এবং সেটি কোথায় অবস্থিত  এই ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। নিচে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ুন এবং পরবর্তীকালে পড়ার জন্য PDF টি ডাউনলোড করে রাখুন।


ভারতের বিভিন্ন কয়লাখনির অবস্থান

কয়লাখনি অবস্থান
রামখোলা ছত্তিশগড় (বিলাসপুর জেলা)
কোবরা ছত্তিশগড় (রায়গর জেলা)
তালচের, রামপুর ওড়িশা
ঝরিয়া ঝাড়খন্ড (হাজারীবাগ জেলা)
করনপুরা ঝাড়খন্ড (পালামৌ জেলা)
শোনভদ্র, উমেরিয়া মধ্যপ্রদেশ
অন্তরগাঁও তেলেঙ্গানা
তান্দুর, কাম্পতি মহারাষ্ট্র
রানীগঞ্জ পশ্চিমবঙ্গ (বর্ধমান জেলা)
কচ্ছ গুজরাট

কয়লা উত্তোলনে কোন রাজ্য কততম স্থান অধিকার করেছে :
১. কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে ছত্রিশগড়
২. কয়লা উত্তোলনে দ্বিতীয় স্থান অধিকার করেছে ওড়িশা রাজ্য
৩. কয়লা উত্তোলন তৃতীয় স্থান অধিকার করেছে ঝাড়খন্ড
পশ্চিমবঙ্গ কয়লা উত্তোলনে সপ্তম স্থান অধিকার করেছে।

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ 🔻

১. তালচের কয়লাখনি কোথায় অবস্থিত ?
উঃ- ওড়িশ রাজ্যের অনুকুল জেলায় ব্রাহ্মণী নদী উপত্যকায় তালচের কয়লা খনি অবস্থিত।

২. ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি ?
উঃ- রানীগঞ্জ।

৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনির নাম কি ?
উঃ- রানীগঞ্জ।

৪. কয়লা উত্তোলনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ?
উঃ- ছত্রিশগড়।

৫. কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গ কততম স্থান অধিকার করেছে ?
উঃ- সপ্তম।
File Details:
File Name: ভারতের বিভিন্ন কয়লাখনির তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন