Breaking




বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশ ও সাল তালিকা PDF

 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশ ও সাল তালিকা PDF

ঘূর্ণি ঝড়ের নামকরণকারী দেশের তালিকা


নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে ইয়াশ, তিতলি, হুদহুদ ইত্যাদি ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশ এবং সেই ঘূর্ণিঝড় কত সালে হয় তার একটি তালিকা দেওয়া হল। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এইসকল ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করেছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন :- ইয়াশ ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করে ?, ফণী ঘূর্ণিঝড়ের নামকরণ করে কোন দেশ ? , হুদহুদ ঘূর্ণিঝড় কত সালে হয় ? ইত্যাদি প্রশ্ন সাধারণত পরীক্ষায় এসে থাকে। 


ঘূর্ণিঝড়ের নাম সাল নামকরণকারী দেশ
অগ্নি 2004 ভারত
বায়ু 2019
সাগর 2018
মেঘ 2015
আকাশ 2007
জল 2010
বিজলী 2009
লেহার 2013
গতি 2020
নীলোফার 2014 পাকিস্থান
নার্গিস 2008
তিতলি 2018
লায়লা 2010
বুলবুল 2019
ফানুস 2005
ভরদহ 2016
নীলম 2012
ফণী 2019 বাংলাদেশ
অনিল 2004
নিশা 2018
গিরি 2010
অক্ষি 2017
হেলেন 2013
চপলা 2015
নিগস 2020
হুদহুদ 2014 ওমান
ইয়াস 2021
বাজ 2005
ওয়ার্ড 2010
মুরজান 2012
মহা 2019
লুবান 2018
নাদা 2016
সিডর 2007
অশনি 2022 শ্রীলংকা
গাজা 2018
রেশমি 2008
মালা 2006
পবন 2019
অশীরি ___
জিগাম ___
মারুথা 2017
মহাসেন 2013
বান্দু 2010
আসোবা ___
প্রিয়া ___
আমফান 2020 থাইল্যান্ড
মোরা 2017
ফাইলিন 2013
মুকদা 2006
খাইমুক 2008
পেটাই 2018
কোমেন 2015
রোয়ানু 2016
পিয়ার ___ মায়ানমার
ফিয়ান 2009
ইয়েমেন 2007
থানে 2011
কিয়ান্ট 2016
কিয়ার 2019
ডায়ে 2018
নানৌক 2014
টাইকটে 2021
জাওয়াদ 2021 সৌদি আরব
আইলা 2009 মালদ্বীপ
গনু 2007
কিইলা ___
হিবারু 2018
মাদি 2013
মেকুনু 2018
হিকা 2019
মোচা/ মোকা 2023 ইয়েমেন

আরও পড়ুন....

কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়া রইলো

১. হুদহুদ ঘূর্ণিঝড়টি কত সালে হয় ?

উঃ 2014 সালে।


২. হুদহুদ ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করে ?

উঃ ওমান।


৩. কোন দেশ আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করে ?

উঃ থাইল্যান্ড।


৪. ফনী ঘূর্ণিঝড়ের নাম কোন দেশ দেই ?

উঃ বাংলাদেশ।


৫. তিতলি ঘূর্ণিঝড় কত সালে হয় ?

উঃ 2018 সালে।


File Details:
File Name: বিভিন্ন দেশের সংবাদ সংস্থার তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন