Breaking




বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ভারতীয় ইতিহাসের বিভিন্ন রাজবংশের সময়কাল, প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাট PDF

ভারতীয় ইতিহাসের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য যেমন সময়কাল, প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাট 

ভারতীয় ইতিহাসের রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য

নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তার তালিকাটি আপনাদের সামনে হাজির করা হয়েছে। অবশ্যই আপনারা রাজবংশের সময়কাল, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট ও শেষ সম্রাট -এর এই তালিকাটি সম্পূর্ণ পড়ুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই তালিকা টি থেকে বিভিন্ন Competitive Exam ও অন্যান্য যে কোনো  পরিক্ষায় প্রশ্ন দেখতে পেয়ে যাবেন। ইতিহাসের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য তথ্য থেকে সাধারণত যে ধরনের প্রশ্ন হয় : সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ? , চোল বংশের শেষ সম্রাট কে ? , খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ? ইত্যাদি।

হর্ষঙ্ক রাজবংশ, শিশুনাগ বংশ, মৌর্য বংশ, নন্দ বংশ, ‌‌প্রতিহার বংশ ইত্যাদি রাজবংশের সম্পূর্ণ List টি মনোযোগ দিয়ে পড়ে নিন।

বিভিন্ন রাজবংশের সময়কাল, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ ও শেষ সম্রাট

হর্ষঙ্ক বংশ

সময়কাল :  544 খ্রিস্টপূর্বাব্দ - 413 খ্রিস্টপূর্বাব্দ
প্রতিষ্ঠাতা :  বিম্বিসার
শ্রেষ্ঠ সম্রাট :  অজাতশত্রু
শেষ সম্রাট :  নাগদাস

শিশুনাগ বংশ

সময়কাল :  413 খ্রিস্টপূর্বাব্দ - 345 খ্রিস্টপূর্বাব্দ
প্রতিষ্ঠাতা :  শিশুনাগ
শ্রেষ্ঠ সম্রাট :  শিশুনাগ
শেষ সম্রাট :  কালাশোক

নন্দ বংশ

সময়কাল : 345 খ্রিস্টপূর্বাব্দ - 321 খ্রিস্টপূর্বাব্দ
প্রতিষ্ঠাতা : মহাপদ্ম নন্দ
শ্রেষ্ঠ সম্রাট : ধননন্দ
শেষ সম্রাট : ধননন্দ

মৌর্য বংশ

সময়কাল : 321 খ্রিস্টপূর্বাব্দ - 185 খ্রিস্টপূর্বাব্দ
প্রতিষ্ঠাতা : শিবস্কন্দ বর্মন
শ্রেষ্ঠ সম্রাট : অশোক
শেষ সম্রাট : বৃহদ্রথ

সাতবাহন বংশ

সময়কাল : 230 খ্রিস্টপূর্বাব্দ - 220 খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা : সিমুক সাতবাহন
শ্রেষ্ঠ সম্রাট : গৌতমীপুত্র সাতকর্ণী
শেষ সম্রাট : যজ্ঞশ্রী সাতকর্ণী

‌প্রতিহার বংশ

সময়কাল : 730 খ্রিস্টাব্দ - 1036 খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা : হরিচন্দ্র
শ্রেষ্ঠ সম্রাট : র্ভোজ (প্রথম)
শেষ সম্রাট : ‌মহীপাল

পুষ্যভূতি বংশ

সময়কাল : 580 খ্রিষ্টাব্দ - 647 খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা : প্রভাকর বর্মন
শ্রেষ্ঠ সম্রাট : হর্ষবর্ধন
শেষ সম্রাট : হর্ষবর্ধন

সেন বংশ

সময়কাল : 1070 খ্রিস্টাব্দ - 1230 খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা : বিজয় সেন / হেমন্ত সেন
শ্রেষ্ঠ সম্রাট : বিজয় সেন
শেষ সম্রাট : লক্ষণ সেন

রাষ্ট্রকূট বংশ

সময়কাল : 735 খ্রিষ্টাব্দ - 982 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : দান্তি দূর্গ
শ্রেষ্ঠ সম্রাট : তৃতীয় কৃষ্ণ
শেষ সম্রাট : চতুর্থ অমোঘ বর্ণ

চোল বংশ

সময়কাল : 300 খ্রিস্টপূর্বাব্দ - 1279খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : কারিকল
শ্রেষ্ঠ সম্রাট : রাজেন্দ্র চোল
শেষ সম্রাট : কুলতুংগ

খলজি বংশ

সময়কাল : 1290 খ্রিষ্টাব্দ - 1320 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : জালাল উদ্দিন
শ্রেষ্ঠ সম্রাট : আলাউদ্দিন খলজী
শেষ সম্রাট : কুতুবউদ্দিন মোবারক খলজী

সৈয়দ বংশ

সময়কাল : 1414 খ্রিষ্টাব্দ - 1451 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : খিজির খাঁ
শ্রেষ্ঠ সম্রাট : মোবারক শাহ
শেষ সম্রাট : আলাউদ্দিন আলমসহ 

মোঘল সাম্রাজ্য

সময়কাল : 1526 খ্রিষ্টাব্দ - 1857 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : বাবর
শ্রেষ্ঠ সম্রাট : আকবর
শেষ সম্রাট : দ্বিতীয় বাহাদুর শাহ

কুষাণ বংশ

সময়কাল : 30 খ্রিষ্টাব্দ - 375 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : কুজুল কদফিসেস
শ্রেষ্ঠ সম্রাট : কণিষ্ক
শেষ সম্রাট : বাসুদেব

গুপ্ত বংশ

সময়কাল : 280 খ্রিষ্টাব্দ - 550 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : শ্রীগুপ্ত
শ্রেষ্ঠ সম্রাট : সমুদ্র গুপ্ত
শেষ সম্রাট : দ্বিতীয় জীবিত গুপ্ত

পাল বংশ

সময়কাল : 750 খ্রিষ্টাব্দ - 1200 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : গোপাল
শ্রেষ্ঠ সম্রাট : দেব পাল
শেষ সম্রাট : মদন পাল

চালুক্য বংশ

সময়কাল : 543 খ্রিষ্টাব্দ - 753 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : প্রথম পুলকেশী
শ্রেষ্ঠ সম্রাট : দ্বিতীয় পুলকেশী
শেষ সম্রাট : দ্বিতীয় কীর্তি বর্মন

পল্লব বংশ

সময়কাল : 275 খ্রিষ্টাব্দ - 897 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : শিবস্কন্দ বর্মন
শ্রেষ্ঠ সম্রাট : নরসিংহ বর্মন
শেষ সম্রাট : পরাজিত বর্মন

দাস বংশ

সময়কাল : 1150 খ্রিষ্টাব্দ - 1235 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : কুতুবউদ্দিন আইবক
শ্রেষ্ঠ সম্রাট : ইলতুৎমিস
শেষ সম্রাট :  কুয়ামার্স / কায়কোবাদ

তুঘলক বংশ

সময়কাল : 1320 খ্রিষ্টাব্দ - 1413 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : গিয়াসউদ্দিন তুঘলক
শ্রেষ্ঠ সম্রাট : মহম্মদ বিন তুঘলক
শেষ সম্রাট : নাসিরউদ্দিন মাহমুদ

লোদী বংশ

সময়কাল : 1451 খ্রিষ্টাব্দ - 1526 খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা : বহলুল লোদী
শ্রেষ্ঠ সম্রাট : ইব্রাহিম লোদী
শেষ সম্রাট : ইব্রাহিম লোদী



File Details:
File Name: বিভিন্ন রাজবংশের সময়কাল, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ ও শেষ সম্রাট.pdf
File Formet: PDF
Number Of Pages: 4

ভারতীয় ইতিহাসের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্য গুলি প্রশ্ন উত্তর আকারে দেওয়া রইলো

প্রশ্ন উত্তর :

১. মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : বাবর।


২. লোদী বংশের রাজত্বকাল কত থেকে কত সাল পর্যন্ত ?

উত্তর : 1451 থেকে 1526 খ্রি পর্যন্ত।


৩. পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর : শিবস্কন্দ বর্মন।


৪. তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

উত্তর : নাসিরউদ্দিন মাহমুদ।


৫. গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ?

উত্তর : সমুদ্র গুপ্ত।


৬. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

উত্তর : পাল বংশের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন