Breaking




শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

ইসরো (ISRO) -এর চেয়ারম্যানের তালিকা | ISRO Chairman List in Bengali

ইসরোর (ISRO) চেয়ারম্যান ও তাঁদের কার্যকাল এর মেয়াদ | ISRO Chairman List in Bengali

Indian Space Research Organisation (ISRO) Chairman List in Bengali
নমস্কার বন্ধুগন, আজকের এই ‘ ISRO -এর চেয়ারম্যান এর তালিকা | List of ISRO Chairman in Bengali’ পোষ্টটিতে ইসরো প্রতিষ্ঠার সময় থেকে বর্তমান পর্যন্ত সকল ইসরো এর চেয়ারম্যানদের নাম ও কার্যকালের তালিকা দেওয়া রইলো।
Indian Space Research Organisation (ISRO) বা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রতিষ্ঠিত হয় 1969 সালের 15 আগস্ট। কোনো এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছিল 2013 সালের মঙ্গল অভিযানের সময় ইসরো এর চেয়ারম্যান কে ছিলেন ? , ইসরো -র (ISRO) প্রথম চেয়ারম্যান কে ছিলেন ? -এই ধরনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই পোস্টটিতে। পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

List of ISRO Chairman in Bengali
ইসরোর চেয়ারম্যান এর তালিকা টি নিচে দেওয়া রইলো

চেয়ারম্যান কার্যকাল
1. বিক্রম সারাভাই 1963 - 1971 [9 বছর]
2. এম. জি. কে. মেনন 1972 (January) -
1972 (September) [9 মাস]
3. সতীশ ধাওয়ান 1972 - 1984 [12 বছর]
4. ইউ. আর. রাও 1984 - 1994 [10 বছর]
5. কে. কস্তরিরংগণ 1994 - 2003 [9 বছর]
6. জি. মাধবন নায়ার 2003 - 2009 [6 বছর]
7. কে. রাধাকৃষ্ণাণ 2009 - 2015 [5 বছর]
8. শৈলেস নায়ক 2015 ( 1 January) -
2015 12 January [12 দিন]
9. এ. এস. কিরণ কুমার 2015 - 2018 [3 বছর]
10. কে. শিওয়ান 2018 - 2022 [4 বছর]
11. ডঃ এস. সোমানাথ 2022 - বর্তমান

🔻নিচে কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়া রইলো🔻

১। ISRO -এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?

উঃ বিক্রম সারাভাই।

২। 2013 এর মঙ্গল অভিযানের সময় ISRO -এর চেয়ারম্যানের কে ছিলেন

উঃ কে. রাধাকৃষ্ণাণ।

৩। ইসরোর (ISRO) বর্তমান চেয়ারম্যান কে আছেন ?

উঃ ডঃ এস. সোমানাথ।


আমি আশা করছি ইসরোর চেয়ারম্যান এর তালিকার এই পোষ্টটি থাকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনারা যদি যে কোনো ধরনের যেমন SSC, RAILWAY, PSC, WBP ইত্যাদি Competitive পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলো আমাদের Telegram Channel এ যুক্ত হন।


File Details:
File Name: ISRO Chairman List in Bengali.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন